চলছে পথ অবরোধ। নিজস্ব চিত্র।
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে ঘাটাল থানার আকবপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত গণেশ ধাড়া(২৩) এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ঘটনার তদন্তের দাবিতে ঘাটাল-কুঠিঘাট সড়ক অবরোধ করেন। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। পরে ঘাটাল থানার ওসি চিত্ত পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় গণেশ তাঁর বন্ধুদের সঙ্গে পাশের গ্রামে শীতলা পুজোর অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। রাতে আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে গণেশের ঝুলন্ত দেখতে পাওয়া যায় বাড়ি সংলগ্ন শালিকা প্রাথমিক স্কুলের আটচালায়। ততক্ষণে এলাকায় চাউর হয়ে গিয়েছে গণেশকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর পুলিশ আসার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘাটাল-কুঠিঘাট সড়ক অবরোধ থাকার ফলে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। সকাল দশটার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
খবর পেয়ে জড়ো হন স্থানীয় তৃণমূল নেতারাও। তৃণমূলের ঘাটাল ব্লক কোর কমিটির সদস্য প্রশান্ত পাল বলেন, “গণেশ দলের সক্রিয় কর্মী। পুলিশকে সঠিক তদন্তের জন্য আর্জি জানানো হয়েছে।” তবে পুলিশের কাছে নির্দিষ্ট কোনও অভিযোগ করেনি মৃতের পরিজনরা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে। মৃতের পকেট থেকেই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আর ময়না-তদন্তের রির্পোট পাওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy