প্রতীকী ছবি।
নামে পুরসভা। পরিষেবায় পঞ্চায়েত।
এগরা পুরসভার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে হামেশাই। সামনে পুরভোট। দিন ঘোষণা হয়নি এখনও। তাই সুযোগ রয়েছে ‘মেকওভারের’। ভোটের আগে উন্নয়নের জোর দিতে তাই রাজ্য সরকারের থেকে অর্থ বরাদ্দের আবেদন জানাল পুরসভা। রাস্তাঘাট সংস্কার, পানীয় জলের লাইন পাতা-সহ নানা কাজের জন্যই চাওয়া হয়েছে এই টাকা।
এগরা পুরসভার ১৪টি ওয়ার্ডের মধ্যে এখনও একাধিক ওয়ার্ডে রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা ভাল নয়। যে সব ওয়ার্ডে নলবাহিত পানীয় জলের পরিষেবা পৌঁছয়নি সেখানে পুরসভা গভীর নলকূপ বসালেও সমস্যার সমাধান হয়নি। গ্রীষ্মকালে অনেক জায়গায় নলকূপ অকেজো হয়ে যায়। ফলে পর্যাপ্ত পানীয় জলের জোগান থাকে না। এমন ঘটলে পুরসভার তরফে জলের গাড়ি পাঠিয়ে পরিস্থিতির মোকাবিলা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, এগরা পুর এলাকায় মোট নিরানব্বই কিলোমিটার পাইপ লাইন পাতা হলে নলবাহিত পানীয় জলের সরবরাহের কাজ সম্পূর্ণ হবে। সূত্রের খবর, সেই পরিকল্পনার অর্ধেক কাজ করে উঠতে পেরেছে এগরা পুরসভা। অর্থাভাব। তাই পাইপ লাইনের কাজ শেষ হয়নি।
পাইপলাইনের বাকি কাজ শেষ করতে সম্প্রতি রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরে অর্থ বরাদ্দের জন্য আবেদন জানিয়েছে এগরা পুরসভা। পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, অর্থ বরাদ্দ হলে কিছুদিনের মধ্যেই বাকি পঞ্চাশ কিলোমিটার পানীয় জলের ফাইপ লাইন পাতার কাজ শুরু হবে। ফলে আগামী দিনে সব পুরবাসীই পরিস্রুত পানীয় জল পাবেন। এগরার পুরপ্রধান শঙ্কর বেরা বলেন, ‘‘অর্থের অভাবে সব জায়গায় নলবাহিত পানীয় জলের পরিষেবা দেওয়া সম্ভব হয়নি। যেখানে নলবাহিত পানীয় জলের পরিষেবা নেই, সেখানে গভীর নলকূপ বসানো হয়েছে। আবেদন জানিয়ে অনুমোদন হলে দ্রুত কাজ শুরু করা হবে।’’
পুরভোটের আগে পানীয় জলের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। মলয় প্রামাণিক নামে এক বাসিন্দা বলেন, ‘‘দেরিতে হলেও পুরসভায় হুঁশ ফিরেছে। পরিকল্পনা দ্রুত কার্যকর হলে সবাই খুশি হবে।’’ পুরসভা সূত্রের খবর, ভোটের আগে ৩, ৫, এবং ৮ নম্বর ওয়ার্ডে ভাঙা রাস্তাগুলো মেরামতির কাজ শুরু হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy