Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কর্মীর বাড়িতে হামলায় অভিযুক্ত তৃণমূল নেতা

কবরস্থানের সংস্কার নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হওয়া দলের এক কর্মীর বাড়িতে বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় ফের নাম জড়াল পাত্রসায়রের তৃণমূল নেতা সুব্রত দত্ত ওরফে গোপের। নিরাপত্তার অভাব বোধ করে ওই পরিবার রবিবার এসডিপিও-র (বিষ্ণুপুর) অফিসে গিয়ে গোপে ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ জানালেন।

চিহ্ন: বাড়ির দেওয়ালে বোমার দাগ।নিজস্ব চিত্র

চিহ্ন: বাড়ির দেওয়ালে বোমার দাগ।নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পাত্রসায়র শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ০১:০২
Share: Save:

কবরস্থানের সংস্কার নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হওয়া দলের এক কর্মীর বাড়িতে বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় ফের নাম জড়াল পাত্রসায়রের তৃণমূল নেতা সুব্রত দত্ত ওরফে গোপের। নিরাপত্তার অভাব বোধ করে ওই পরিবার রবিবার এসডিপিও-র (বিষ্ণুপুর) অফিসে গিয়ে গোপে ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ জানালেন। যদিও তৃণমূলের পাত্রসায়র ব্লকের কোর কমিটির ওই নেতা অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাস্থল পাত্রসায়র ব্লকের বিউর বেতুর পঞ্চায়েতের বটতলা গ্রাম।

এসডিপিও (বিষ্ণুপুর) সুকোমলকান্তি দাস বলেন, ‘‘এক বাসিন্দা তাঁর বাড়িতে বোমা-বন্দুক নিয়ে হামলার জন্য সুনির্দিষ্ট ভাবে কয়েকজনের নামে লিখিত অভিযোগ করেছেন। তাঁদের মধ্যে সুব্রত দত্ত ওরফে গোপে বলে এক জন আছেন। মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।’’

অভিযোগকারী নীলুফা বেগমের স্বামী চন্দন তরফদার ব্লক তৃণমূল সভাপতির অনুগামী বলে এলাকায় পরিচিত। আবার দলেরই একটি সূত্রে খবর, ব্লক তৃণমূল সভাপতির সঙ্গে গোপের আড়াআড়ি সম্পর্ক। চন্দনের অভিযোগ, গ্রামে একটি কবরস্থান সংস্কারের জন্য পঞ্চায়েত থেকে দু’লক্ষের বেশি টাকা বরাদ্দ হয়েছে বলে শুনেছি। তাতে যত মাটি ফেলার কথা, ঠিকাদার তার ছ’ভাগের এক ভাগ মোটে মাটি ফেলেছেন। এ নিয়ে তাঁরা গ্রামবাসী পাত্রসায়রের বিডিও-র কাছে অভিযোগ জানাবেন বলে ঠিক করেছিলেন। সেই রাগেই ঠিকাদারের ঘনিষ্ঠ নেতা গোপে দলবল নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান বলে তাঁর অভিযোগ।

ভিতরে পড়ে রয়েছে ভাঙচুর হওয়া মোটরবাইক। নিজস্ব চিত্র

নীলুফার অভিযোগ, ‘‘শনিবার রাত ১০টা নাগাদ গোপে দলবল নিয়ে আমাদের বাড়ির দেওয়ালে বোমা ছোড়ে। ঘরে ঢুকে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে স্বামীর খোঁজ করে। তার বাহিনী তখন ঘরে ভাঙচুর শুরু করেছে। আলমারি ভেঙে টাকা, গয়না লুঠ করে নেয়। ১২ বছরের মেয়ের সাইকেলটা পর্যন্ত ভেঙে দেয়। মোটরবাইক ভাঙচুর করে।’’ চন্দন বলেন, ‘‘ওরা হামলা চালিয়েছে বুঝেই পালিয়ে গিয়ে বাড়ির পিছনে পুকুরপাড়ে লুকিয়ে পড়েছিলাম। সামনে পেলে আমাকে হয়তো মেরেই ফেলত।’’ তিনি জানান, নিরাপত্তার অভাব বোধ করে পাত্রসায়র থানায় অভিযোগ জানাতে যেতে পারেননি। সে কারণেই বিষ্ণুপুরে এসেছেন।

মূল অভিযুক্ত গোপে অবশ্য দাবি করেছেন, ‘‘ওখানে গ্রাম্য বিবাদ হয়েছে। আমি নিজের বাড়িতে শনিবার ঘুমাচ্ছিলাম। আমার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন পরীক্ষা করলেই বুঝতে পারবে, আমি সেই সময় কোথায় ছিলাম। পাত্রসায়র থানা থেকেই শনিবার ফোনে বটতলা গ্রামের ঝামেলার খবর পাই।’’ তাঁর পাল্টা দাবি, ‘‘চন্দন দলের নামে এক সময়ে এলাকায় তোলাবাজি করেছেন। তা নিয়েই গ্রামবাসীর সঙ্গে তাঁর ঝামেলা। কবরস্থানের কাজ নিয়ে আর্থিক তছরূপ হলে সবার আগে আমিই প্রশাসনের কাছে তদন্ত চাইব।’’ বিউর বেতুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান শীলা ঘোষ থেকে পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দিলীপ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কবরস্থানের সংস্কারের মান নিয়ে কোনও অভিযোগ পাইনি।’’

গোপের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ হয়েছে। কখনও সিপিএম নেতা-কর্মীরা, কখনও বা দলে তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর লোকেরা অভিযোগ তুলেছেন। থানায় হামলার নালিশও রয়েছে। এমনকী, এক বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ারও অভিযোগে নাম জড়িয়েছিল তাঁর। দীর্ঘদিন পরে ফের তাঁর নামে অভিযোগ হল। গোপে এ দিন বলেন, ‘‘সিপিএমের আমলেও অগুনতি মামলা হয়েছে আমার বিরুদ্ধে। পরিবর্তনের পরেও দলের জন্য অনেক মামলা হয়েছে। হয়তো আর একটা মামলা যোগ হল।’’

অন্য বিষয়গুলি:

Bombing Attack TMC Infight
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE