Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
BJP

‘হুড়কা জাম’ হচ্ছেই, শঙ্কা

বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ঝাড়গ্রাম-সহ চার জেলায় ‘হুড়কা জাম’ হচ্ছেই বলে জানিয়েছে কুড়মি সমন্বয় মঞ্চ।

ঝাড়গ্রাম পাঁচ মাথার মোড়ে ‘হুড়কা জামে’র প্রচার। নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম পাঁচ মাথার মোড়ে ‘হুড়কা জামে’র প্রচার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ০৩:৪৩
Share: Save:

নেতাই দিবস পালন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘাতের আশঙ্কার মধ্যেই ‘হুড়কা জামে’র জট।

বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ঝাড়গ্রাম-সহ চার জেলায় ‘হুড়কা জাম’ হচ্ছেই বলে জানিয়েছে কুড়মি সমন্বয় মঞ্চ। নেতাই দিবসেই ২৬ দফা দাবিতে কুড়মি সমন্বয় মঞ্চের ডাকে জঙ্গলমহলের চার জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় হুড়কা জাম বা বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। গত ১৫ ডিসেম্বর মঞ্চের নেতারা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঝাড়গ্রামে বৈঠক করেছিলেন। তাতেও জট পুরো কাটেনি। এরপর মঞ্চের নেতা রাজেশ মাহাতো ও তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে লালগড় সেতুর নতুন নামকরণের সরকারি মঞ্চে পাশাপাশি দেখা গেলে জল্পনা তৈরি হয়। রাজেশের দাবি, ব্যক্তিগত আমন্ত্রণ পেয়ে তিনি গিয়েছিলেন। ছত্রধর অবশ্য জানান, হুড়কা জাম থাকলেও সমস্যা হবে না।

নেতাই দিবসে মিছিল, সভার কর্মসূচি রয়েছে তৃণমূলের। শুভেন্দুও সে দিন নেতাই আসবেন। তাঁকে নেতাই গ্রামে ঢুকতে দেওয়া হবে না বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ছত্রধর। তার মধ্যে ‘হুড়কা জামে’র কর্মসূচি বহাল থাকায় আশঙ্কা তৈরি হয়েছে।সোমবার ‘হুড়কা জামে’র সমর্থনে ঝাড়গ্রাম শহর ও জেলার বিভিন্ন জায়গায় কুড়মি সমন্বয় মঞ্চের বাইক র‌্যালি ও পথসভা হয়। মঞ্চের নেতা অশোক মাহাতো বলেন, ‘‘নেতাইয়ের শহিদ কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। আমরা শহিদদের সম্মান জানাই। তবে রাজনৈতিক দলগুলি যদি ভেবে থাকেন ওই দিন জঙ্গলমহলের বিভিন্ন ব্লক থেকে লোক নিয়ে মিছিল করে যাবেন, তাহলে সেই ভাবনাটা ভুল। কারণ, হুড়কা জামে বিভিন্ন রাস্তায় অবরোধও থাকবে। তাই সংঘাত এড়ানোর জন্য রাজনৈতিক দলগুলির প্রতি আবেদন করছি।’’ রাজেশও বলছেন, ‘‘বন্‌ধে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকেই ছাড় দেওয়ার প্রশ্ন নেই।’’ ছত্রধর অবশ্য এ দিনও বলেন, ‘‘নেতাই দিবসে মহাসচিব আসবেন। কুড়মি সমন্বয় মঞ্চের আন্দোলনকে মান্যতা দিয়ে লালগড় ও পাশাপাশি ব্লক থেকে মিছিল নিয়ে যাওয়ার জন্য মঞ্চের নেতৃত্বকে অনুরোধ করেছি। মঞ্চের নেতা রাজেশ মাহাতোর সঙ্গে ফের কথা বলব।’’

সূত্রের খবর, শুভেন্দু ৭ জানুয়ারি নেতাই গ্রামে শহিদ বেদিতে মালা দেবেন। ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথী বলেন, ‘‘প্রতি বছর নেতাইদিবসে নেতাই গ্রামে যান শুভেন্দুদা। তিনি অরাজনৈতিক স্মরণসভায় যোগ দেন। তৃণমূল রাজনৈতিক কর্মসূচি করলেও এবার হুড়কা জাম থাকায় আমরা কুড়মিদের আন্দোলনকে সমর্থন ও সম্মান জানিয়ে দলীয়ভাবে পাল্টা কর্মসূচি করছি না। ব্যক্তিগত ভাবে শুভেন্দুদা ও কয়েকজন নেতাইয়ে যাবেন।’’

অন্য বিষয়গুলি:

BJP TMC Netai Festival
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy