মিছিলের জেরে যানজট রাজ্য সড়কে।
তমলুক পুরসভায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে পদযাত্রা দলীয় সমর্থকদের নিয়ে পদযাত্রা ও শহরের চারটি ওয়ার্ডে সভা করলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে তমলুক শহরের নিমতলা মোড়ে জড়ো হওয়া দলীয় সমর্থকদের নিয়ে পদযাত্রা শুরু করেন শুভেন্দুবাবু।
এদিনের পদযাত্রায় তমলুক পুরসভার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ছাড়াও তমলুক মহকুমার বিভিন্ন ব্লকের তৃণমূল নেতারা যোগ দেন। বিকেল পাঁচটা নাগাদ পদযাত্রা শুরু হয়ে শহরের বড়বাজার, স্টিমারঘাট, পুরসভার অফিস, জেলখানা মোড় হয়ে প্রায় তিন কিলোমিটার পথ পেরিয়ে রাজময়দানে আসে। শুভেন্দুবাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘নির্বাচনে লড়াই করলেও বিরোধীদের কোন কর্মসূচি নেই। ৩৪ বছর বাম আমলে তমলুকের জন্য কিছু উন্নয়ন করেনি। তাই ওরা এবার ভোট পাবে না।’’
পুরসভায় একাধিক ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে দলেরই বিক্ষুদ্ধরা নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, ‘‘এটা প্রতি নির্বাচনে থাকে। নিজেদের পরিবারের ভোট, বন্ধুবান্ধবের কিছু ভোট এদিক ওদিক হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের উপর মানুষের আস্থা আছে। সেই আস্থা বাড়বে, কমবে না।’’ পদযাত্রার পরে শুভেন্দুবাবু শহরের ওয়ার্ডে সভা করেন।
তমলুকে তৃণমূলের মহামিছিলে শুভেন্দু।
এদিন তৃণমূলের পদযাত্রা শুরুর আগে তমলুক শহরের নিমতলা সংলগ্ন হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে চককামিনার কাছে তৃণমূলের কয়েক হাজার সমর্থক সড়কের উপর জড়ো হয়ে অপেক্ষার সময় ওই সড়কে বাস চলাচল বন্ধ করে যানবাহন নিয়ন্ত্রণ করায় বহু মানুষ দুর্ভোগের মধ্যে পড়েন। বাধ্য অনেক যাত্রী প্রায় এক কিলোমিটারের বেশী পথ হেঁটে শহরের হাসপাতাল মোড়ে এসে ফের বাসে ওঠে। আধ ঘণ্টা ধরে বাস চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিকেল পাঁচটা নাগাদ তৃণমূলের মিছিল শুরু হয়ে শহরের ভিতরের রাস্তায় ঢোকার পরে সড়কে বাস চলাচল শুরু হয়।
পুলিশের এক আধিকারিক জানান, তৃণমূলের মিছিল শুরু হওয়ার কথা ছিল শহরের নিমতলা মোড় থেকে। কিন্তু সেখান থেকে প্রায় ৩০০ মিটার দূরে চককামিনার কাছে হলদিয়া -মেচেদা সড়কের উপর তৃণমূল সমর্থকরা জড়ো হওয়ার জেরেই কিছু সময়ের জন্য যানবাহন নিয়ন্ত্রণ করতে হয়েছে।
অন্য দিকে দিনই শহরে তৃণমূলের পদযাত্রার আগে তমলুক শহরের রাধাবল্লভপুর থেকে নারায়ণপুর পর্যন্ত মিছিল করে বিজেপি কর্মীরা। মোটরসাইকেল ও টোটোগাড়িতে চেপে দলীয় কর্মী-সমর্থকরা মিছিল করে তমলুক শহরের রাধাবল্লভপুর থেকে মিছিল করে মেচেদা-হলদিয়া সড়ক ধরে মানিকতলা, হাসপাতাল মোড়, নিমতলা মোড় হয়ে বিকেল সাড়ে ৪ টা নাগাদ নারায়নপুর যায়। মিছিলে নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি তপন কর, জেলা সহ-সভাপতি মলয় সিংহ , জেলা সাধারণ সম্পাদক সুকুমার দাস প্রমুখ। কিন্তু এদিন বিজেপি’এর মিছিল হলদিয়া-মেচেদা সড়কের একদিক ধরে শহরের নারায়ণপুর এলাকায় পৌঁছানোর পরে ফিরে আসার ক্ষেত্রে অসুবিধায় পড়ে। কারণ ওই একই সড়কে নিমতলার কাছ থেকে তৃণমূলের পদযাত্রা শুরু আগে ততক্ষণে তৃণমূল সমর্থকরা সড়কের উপর জড়ো হয়ে যায়।
ফলে বিজেপির মিছিল নারায়ণপুরের কাছে প্রায় আধ ঘণ্টা ধরে আটকে থাকে । বিকেল ৫ টা নাগাদ তৃণমূলের মিছিল শুরুর পরে বিজেপি’এর মিছিল ফিরে এসে চককামিনা শহরের বাইপাস সড়ক ধরে গিয়ে ফের শহরের শালগেছিয়া হয়ে শহরের ভিতরের রাস্তা ধরে পায়রাটুঙ্গি হয়ে শঙ্করআড়ায় বিজেপি জেলা কার্যালয়ের সামনে শেষ হয় ।
ছবি:পার্থপ্রতিম দাস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy