Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Maharashtra Assembly Election 2024

নির্বাচনী প্রচারের শেষে মহারাষ্ট্রে হিংসা! গাড়িতে পাথর, গুরুতর জখম প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল

সোমবার রাতে নাগপুরে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র নেতা অনিল দেশমুখের গাড়ি ঘিরে ধরে এলোপাথাড়ি পাথর ছুড়ল দুষ্কৃতীরা!

অনিল দেশমুখের গাড়ি ঘিরে ধরে এলোপাথাড়ি পাথর ছুড়ল দুষ্কৃতীরা।

অনিল দেশমুখের গাড়ি ঘিরে ধরে এলোপাথাড়ি পাথর ছুড়ল দুষ্কৃতীরা। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২৩:১৩
Share: Save:

ভোটপ্রচার শেষ হওয়ার পরে অভূতপূর্ব নির্বাচনী হিংসার সাক্ষী হল মহারাষ্ট্র। সোমবার রাতে নাগপুরে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র নেতা অনিল দেশমুখের গাড়ি ঘিরে ধরে এলোপাথাড়ি পাথর ছুড়ল দুষ্কৃতীরা! ঘটনায় গুরুতর জখম হয়েছেন অনিল। তাঁর মাথায় গভীর ক্ষত হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

ঘটনায় গুরুতর জখম অনিল দেশমুখ।

ঘটনায় গুরুতর জখম অনিল দেশমুখ। ছবি: পিটিআই।

এই হামলার জন্য বিজেপি নেতৃত্বাধীন ‘মহাজুটি’কে দায়ী করেছে শরদের দল। ঘটনাচক্রে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতর এই নাগপুরেই। কাটোল বিধানসভা কেন্দ্রের এনসিপি (এসপি) প্রার্থী হয়েছেন অনিলের ছেলে সলিল। সোমবার নারখেদ গ্রামে একটি সভায় যোগ দিয়ে ফেরার পথে রাত ৮টা নাগাদ হামলার মুখে পড়েন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। নাগপুর (গ্রামীণ) জেলার পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানিয়েছেন, জালালখেদা-কাটোল সড়কে বেলফাটার কাছে অনিলেরগাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

কাটোলে সলিলের প্রতিদ্বন্দ্বী বিজেপির ‘প্রতিপত্তিশালী নেতা’ চরণসিংহ ঠাকুর। ঘটনাচক্রে ওই এলাকাটি চরণের ঘাঁটি বলে পরিচিত। পুলিশ সুপার জানিয়েছেন, আহত অনিলকে কাটোল সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, বুধবার ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সব ক’টি আসনে ভোট। বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-এর জোট ‘মহাজুটি’ এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে। গণনা আগামী ২৩ নভেম্বর।

অন্য বিষয়গুলি:

Maharashtra Assembly Election 2024 Anil Deshmukh Injury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy