Advertisement
E-Paper

ডিএ-র দাবিতে শিক্ষা সেল ছাড়লেন পূর্ব মেদিনীপুরের ২৩ শিক্ষক, যোগ দিলেন যৌথ সংগ্রামী মঞ্চে

মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চ। এই আবহে বুধবার তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের শিক্ষা সেল থেকে পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের ২৩ জন শিক্ষক।

Some teachers resign from Trinamool Shiksha Cell at Purba Medinipur

ডিএ-র দাবিতে শিক্ষা সেল থেকে পদত্যাগ। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১১:২২
Share
Save

মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চ। এই আবহে বুধবার তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের শিক্ষা সেল থেকে পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের ২৩ জন শিক্ষক। তাঁদের সই করা ইস্তফাপত্র শিক্ষা সেলের ইউনিট সভাপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও ২৩ শিক্ষকের পদত্যাগকে গুরুত্ব দিতে নারাজ সংগঠনের নেতারা।

পদত্যাগী ২৩ শিক্ষকই হলদিয়ার সুতাহাটার জয়নগর হাই স্কুলে কর্মরত। তাঁদের মধ্যে অন্যতম তাপস কর নামে এক শিক্ষক বলেন, ‘‘মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন নিয়ে তৃণমূলের শিক্ষা সেল এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি। আমরা তৃণমূলের শিক্ষা সেলের সদস্য ছিলাম। কিন্তু ওঁদের সদর্থক পদক্ষেপ নেই বলেই আমরা প্রতিবাদ জানাচ্ছি। সংগঠন যাতে উদ্যোগ নেয় সে জন্য আমরা আবেদন করছি। তবে আমরা নিজেদের মহার্ঘ ভাতার দাবি থেকে একটুও সরছি না। সংগঠন থেকে পদত্যাগ করে আমরা সেটাই বোঝাতে চেয়েছি।’’

হলদিয়ার সুতাহাটার জয়নগর হাই স্কুলের স্কুলের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সাউ বলেন, ‘‘যে যৌথ সংগ্রামী মঞ্চ তৈরি হয়েছে তাতে শিক্ষকেরা শামিল হয়েছেন। আমাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে আমি সহমর্মী হলেও প্রতিষ্ঠানের প্রধান হিসাবে নিয়মের মধ্যে থাকতে হয়।’’ তাঁর মন্তব্য, ‘‘মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনকারীদের প্রতি যে মন্তব্য করা হচ্ছে তা অনভিপ্রেত। ওই আন্দোলনে আমাদের সকলেরই মানসিক ভাবে সায় রয়েছে।’’

২৩ জনের পদত্যাগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সংগঠনের সুতাহাটা ব্লকের সাধারণ সম্পাদক উৎপল নায়ক। তাঁর দাবি, ‘‘ওই শিক্ষকেরা কোনও দিনই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন না। ওঁরা শুধু সুযোগসুবিধা পাওয়ার জন্য নাম সই করে রেখেছিলেন। তাঁদের পদত্যাগে সংগঠনে কোনও প্রভাব পড়বে না। ওঁরা শিক্ষক হয়েও ছাত্রদের পঠনপাঠন বন্ধ রেখে কর্মবিরতিতে শামিল হয়েছিলেন। আমরা মহার্ঘ ভাতার দাবি জানালেও তা আলোচনার মাধ্যমে মেটাতে চাই।’’

TMC DA Movement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}