সরস্বতী প্রতিমা। — নিজস্ব চিত্র।
স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলন, উঠে আসছে সরস্বতী পুজোর থিমে। থাকছে ‘অপা’ও! মেদিনীপুরের কলেজ মোড়ে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোল রাজ্যে। মেদিনীপুরে পুজোর প্রাঙ্গনেও সেই তরজারই আবহ। যুযুধানের মধ্যে তাল ঠোকাঠুকি হতে চলেছে!
আজ, বৃহস্পতিবার পুজো। বুধবার প্রস্তুতি চলেছে। শহরের কলেজ মোড়ের পুজোর সঙ্গে জড়িয়ে থাকে রাজনীতির আকচাআকচি। পুজো কমিটিগুলি মডেল তৈরি করে। বিভিন্ন মডেলের পাশে লেখা থাকে। এই লেখাগুলোই পুজোর মূল আকর্ষণ। প্রায় প্রতিটি লেখাই ব্যাঙ্গাত্মক। কোনও না কোনও রাজনৈতিক দলকে খোঁচা দেয়। অন্যদিকে, এখানকার বেশিরভাগ পুজোর সঙ্গে জড়িয়ে থাকেন কোনও না কোনও রাজনৈতিক দলের ছাত্র- যুব সংগঠনের কর্মীরা। কোনও পুজোর নেপথ্যে থাকেন টিএমসিপি বা সিপি’র কর্মীরা। কোনও পুজোর নেপথ্যে থাকেন এসএফআই বা এবিভিপি’র কর্মীরা। পুজোয় উঠে আসে সাম্প্রতিক বিভিন্ন বিষয়।
বিজেপি প্রভাবিত ‘জাগরণে’র পুজোর থিমে থাকছে ‘অপার কীর্তি’। ‘দিদির দূত’কে এখানে ‘পিসির ভূত’ বলে কটাক্ষ করা হচ্ছে। মডেলে দেখানো হচ্ছে, ‘তোলামূলের সবাই চোর। চাকরি চুরিতে পার্থ, টেট কেলেঙ্কারিতে মানিক, গরু চুরিতে অনুব্রত, চাকরি দুর্নীতিতে পরেশ।’ পুজোর উদ্যোক্তা শুভজিৎ রায়, অরূপ দাসরা শোনাচ্ছেন, ‘‘তৃণমূলের আমলে বঙ্গে তো বিদ্যা বিক্রি হচ্ছে। বঙ্গের শিক্ষা জেলখানাতে ঢুকে গিয়েছে! জেল তো নয়, যেন কোনও শিক্ষা সম্মেলন!’’ বিজেপি প্রভাবিত ‘গরিমা’র পুজোর থিমে তৃণমূল আমলের বঙ্গের শিক্ষাকে বিঁধে বলা হচ্ছে, ‘এগিয়ে ছিক্ষা।’ থাকছে খোঁচা, ‘বেকাররা সব অবস্থানে, কেউ বা আছে অনশনে, ভরেশের মেয়ে হঙ্কিতা, চাকুরি নিয়ে শঙ্কিতা।’ পুজোর উদ্যোক্তা রমাপ্রসাদ গিরির কথায়, ‘‘পুজোর থিমে শিক্ষা দুর্নীতি উঠে আসাটা স্বাভাবিক।’’ শিল্পায়ন নিয়েও থাকছে কটাক্ষ। খোঁচা দিয়ে বলা হচ্ছে, ‘সবচেয়ে বিখ্যাত শিল্প চপশিল্প। সবচেয়ে আধুনিক শিল্প কচুরিপানা। সবচেয়ে দামি শিল্প কাশফুল। সবচেয়ে সস্তা শিল্প মশলামুড়ি। মাঝারি শিল্প ঘুগনি। সহজ শিল্প ঢপ শিল্প। অনুপ্রেরণায় পাতা শিল্প।’
কংগ্রেস প্রভাবিত ‘প্রগতি’র পুজোর থিমেও থাকছে নিয়োগ দুর্নীতি। পার্থ- অনুব্রতর ব্যঙ্গচিত্রের পাশে লেখা থাকছে, ‘এরা হল চুনোপুটি, আসল মাথা হাওয়াই চটি।’ পুজোর উদ্যোক্তা মহম্মদ সইফুল বলছেন, ‘‘হেরে যাওয়ার পর যারা জিতে যায়, তাদের বাজিগর বলে। আর চুরি করার পরেও যাদের বাতেলা কমে না, তাদের তৃণমূল বলে- এটাও আমরা থিমে রাখছি।’’ তৃণমূল প্রভাবিত ‘অগ্নিকন্যা’র পুজোর থিমে শুভেন্দুর ব্যঙ্গচিত্রের পাশে লেখা থাকছে, ‘ফাঁকা কলসির আওয়াজ বেশি।’ ‘বন্দে ভারত’কে বিঁধেও থাকছে থিম। পুজোর উদ্যোক্তা বুদ্ধ মণ্ডল বলছেন, ‘‘এই সময়ের চর্চিত কিছু বিষয়ই থিমে থাকছে।’’ দিন কয়েক আগেই পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেছিল প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মডেলের যাবতীয় চিত্র কার্টুন ফর্ম্যাটেই রাখতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy