Advertisement
০৯ নভেম্বর ২০২৪

হামলার ফুটেজ দেখছে পুলিশ

বাজারের মধ্যে ব্যবসায়ী খুনের ঘটনার দুষ্কৃতীরা এখনও অধরা। তবে সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশের উপর হামলার অভিযুক্ত সিপিএমের জোনাল সদস্য অনিল দাস-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক গুপ্ত বলেন, “পুলিশের উপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৪ জুন ২০১৫ ০১:৫১
Share: Save:

বাজারের মধ্যে ব্যবসায়ী খুনের ঘটনার দুষ্কৃতীরা এখনও অধরা। তবে সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশের উপর হামলার অভিযুক্ত সিপিএমের জোনাল সদস্য অনিল দাস-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক গুপ্ত বলেন, “পুলিশের উপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। ওই মামলায় যাঁদের নাম রয়েছে তাঁদের ভিডিও দেখেই গ্রেফতার করা হবে।”

গত বৃহস্পতিবার গোলবাজারের জনতা মার্কেটে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিলেন বছর চল্লিশের জয়শঙ্কর সাউ। পেশায় পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ওই ব্যবসায়ীর বাড়ি শহরের খরিদায়। এই ঘটনার সঙ্গে তোলাবাজির যোগ থাকতে পারে বলে অনুমান মৃতের বাবার। যদিও পুলিশের দাবি, ব্যবসা সংক্রান্ত কোনও আর্থিক বিষয় এই ঘটনার নেপথ্যে রয়েছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত কয়েকজনকে আটক করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি।

পুলিশের দাবি, তদন্তে জাল গোটাতে শুরু করেছে টাউন থানা। ঘটনাস্থলে দু’টি মোটরবাইকে চারজন আততায়ী ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল। তবে এর পিছনে আরও বেশ কয়েকজন যুক্ত বলে অনুমান পুলিশের। ইতিমধ্যেই কয়েকজনকে শনাক্ত করে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার অবশ্য বলেন, “দু’জন রাজ্যের বাইরে রয়েছে। আপাতত তাঁদেরও খোঁজ চলছে।”

অন্য বিষয়গুলি:

Police attack video footage CPM Anil Das
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE