Advertisement
০৫ নভেম্বর ২০২৪

পিংলায় নেই অনুমতি, আজ ডেবরায় পুনম

পিংলায় নয়, আজ, মঙ্গলবার পুনম মহাজনের কর্মী সম্মেলন হবে ডেবরায়। সোমবার সেই মতোই প্রস্তুতি সারা হয়েছে। বিজেপির দলীয় সূত্রে খবর, পিংলায় সভাঘর ভাড়া চেয়ে ব্লক প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০১:০৬
Share: Save:

পিংলায় নয়, আজ, মঙ্গলবার পুনম মহাজনের কর্মী সম্মেলন হবে ডেবরায়। সোমবার সেই মতোই প্রস্তুতি সারা হয়েছে। বিজেপির দলীয় সূত্রে খবর, পিংলায় সভাঘর ভাড়া চেয়ে ব্লক প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। তবে অনুমতি মেলেনি। শেষে ডেবরার বালিচকের সভাঘরে কর্মী সম্মেলন করার নেওয়া হয়েছে।

যুব মোর্চার পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অরূপ দাস বলেন, “পিংলাতেই কর্মী সম্মেলন হওয়ার কথা ছিল। তবে প্রশাসন সভাঘর দেয়নি। কর্মী সম্মেলনের অনুমতিও দেয়নি।’’ অরূপের অভিযোগ, “তৃণমূলের নির্দেশেই ব্লক প্রশাসনের এই পদক্ষেপ!” অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে শাসক দল। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “এটা প্রশাসনিক ব্যাপার। সবেতে তৃণমূলকে জড়িয়ে দেওয়া ঠিক নয়।”তাঁর কথায়, “যতদূর শুনেছি, পিংলার সভাঘরে মঙ্গলবার এক অন্য কর্মসূচি হওয়ার কথা রয়েছে। তাই ওই দিন ওরা (বিজেপি) সভাঘর পায়নি। প্রশাসন তো পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে ওদের সভাঘর দিতে পারে না!”

আজ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে আসছেন বিজেপির যুব সংগঠন যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী তথা সাংসদ পুনম মহাজন। তিনি ঘাটাল লোকসভার কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন। ডেবরা এই লোকসভারই অন্তর্গত। বিজেপি সূত্রে খবর, প্রথমে পিংলার সভাঘরে পুনমের কর্মী সম্মেলন করার অনুমতি চেয়ে এ দিন সকালে ব্লক প্রশাসনের কাছে গিয়েছিল দলের এক প্রতিনিধি দল। ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী অন্তরা ভট্টাচার্য, যুব মোর্চার জেলা সভানেত্রী অরূপ দাস প্রমুখ। প্রশাসন অবশ্য জানিয়ে দেয়, মঙ্গলবার কোনও ভাবেই সভাঘরটি দেওয়া সম্ভব নয়। ওখানে ওই দিন অন্য কর্মসূচি রয়েছে। অরূপের দাবি, “আমরা যাতে কর্মী সম্মেলন করতে না- পারি সেই জন্যই তড়িঘড়ি ওই সভাঘরে অন্য কর্মসূচি ঠিক করা হয়েছে!” বুথস্তরে সংগঠন সাজাতে জেলায় আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। চলতি সপ্তাহে আরও এক কেন্দ্রীয় নেতার জেলায় আসার কথা রয়েছে। তিনি মেদিনীপুর লোকসভার কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন।

অন্য বিষয়গুলি:

Poonam Mahajan Pingla BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE