আদালতের পথে ধৃত শিক্ষক। ছবি: পার্থপ্রতিম দাস
নাবালিকা পরিচারিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হল এক হাইস্কুল শিক্ষক। বুধবার পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (দ্বিতীয়) সঞ্চিতা সরকার ওই ঘটনার অভিযুক্ত শিক্ষক প্রণব রায়কে দোষী সাব্যস্ত করেন। আজ, বৃহস্পতিবার মামলার সাজা ঘোষণা।
জেলা আদালত এবং পুলিশ সূত্রের খবর, তমলুক শহরের শালগেছিয়া এলাকার বাসিন্দা প্রণব শহিদ মাতঙ্গিনী ব্লকের চাঠরা কুঞ্জরানি বাণীভবন হাইস্কুলের শিক্ষক। ২০১২ সালে তার বাড়িতে পরিচারিকার কাজ করত শহরের উত্তর চড়াশঙ্করআড়ার বাসিন্দা ১২ বছরের পূজা ভুঁইয়া। ওই বছর ২৩ মে সকালে পূজাকে আহত অবস্থায় তমলুকের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই পূজা মারা যায়।
ঘটনার কয়েকদিন পরে নাবালিকার বাবা অনন্ত ভুঁইয়া তমলুক থানায় প্রণবের বিরুদ্ধে পূজাকে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ করে খুন ও শিশুশ্রম আইনে মামলা দায়ের করে এবং তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও সে সময় প্রণবের দাবি ছিল, পূজা বিষ খেয়েছিল।
অবশ্য পুলিশ তদন্তের পর প্রণবের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে যে চার্জশিট জমা দিয়েছিল, তাতে জানানো হয়, পূজাকে ধর্ষণ এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের (দ্বিতীয়) এজলাসেই ওই মামলায় প্রণবের বিরুদ্ধে চার্জগঠনের পর শুনানি চলে। উভয়পক্ষের শুনানির পরেই এ দিন বিচারক সঞ্চিতাদেবী প্রণবকে নাবালিকাকে ধর্ষণ, খুন ও শিশুশ্রম আইনে দোষী সাব্যস্ত করেন। উল্লেখ্য, সঞ্চিতাদেবী কামদুনি মামলারও বিচারক ছিলেন।
এ দিন নাবালিকার বাবা অনন্তবাবু বলেন, ‘‘মেয়েকে ওই শিক্ষকের বাড়িতে পরিচারিকার কাজ করতে রেখেছিলাম। কিন্তু ওকে ধর্ষণ করে খুন করেছে ও। আসল ঘটনা চাপা দিতে প্রণব আমাকে টাকার প্রলোভনও দিয়েছিল। ওই শিক্ষকের ফাঁসি চাইছি।’’ প্রণবের শাস্তির দাবিতে এ দিন আদালত চত্বরে বিক্ষোভ দেখান এসইউসি প্রভাবিত মহিলা সাংস্কৃতি সংগঠন এবং সার বাংলা পরিচারিকা ইউনিয়নের সমর্থকেরা।
ওই মামলায় সরকার পক্ষের বিশেষ আইনজীবী নবকুমার ঘোষ এ দিন বলেন, ‘‘শুনানির পরে বিচারক প্রণবকে দোষী সাব্যস্ত করেছেন। আগামীকাল সাজা ঘোষণা করা হবে।’’ অন্যপক্ষের আইনজীবী গৌতম চৌধুরী বলেন, ‘‘সাজা ঘোষণার পর আমরা উচ্চতর আদালতে যাব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy