খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী সমস্ত দরিদ্র বাসিন্দাদের কম দামে খাদ্য সরবরাহ চালু, দ্রুত ডিজিটাল রেশন কার্ড বিতরণ, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্র পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে বিডিও অফিসে স্মারকলিপি দিল কংগ্রেস। এদিন জেলার তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, চণ্ডীপুর, মহিষাদল, নন্দকুমার, ভগবানপুর-২, নন্দীগ্রাম, খেজুরি-১, ২ , কাঁথি, পটাশপুর, এগরা, রামনগর সহ জেলার অধিকাংশ বিডিও অফিসে দাবি সম্বলিত স্মারকলিপি দেয় কংগ্রেস নেতৃত্ব। এ দিন তমলুক বিডিও অফিসে স্মারকলিপি কর্মসূচিতে ছিলেন তমলুক মহকুমা কংগ্রেস সভাপতি মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, জেলা কংগ্রেস সম্পাদক মৃণাল পাল, দলের ব্লক সভাপতি তপন মাইতি। পাঁশকুড়া বিডিও অফিসে স্মারকলিপি দেওয়ায় নেতৃত্ব দেন ব্লক কংগ্রেস সভাপতি বাদল পতি, দলের ব্লক সম্পাদক কল্যাণ রায়, ভক্তিভূষণ ঘোড়ই প্রমুখ। চণ্ডীপুর ব্লকে বিডিও অফিসে স্মারকলিপি দেন দলের ব্লক সভাপতি বিদ্যুৎ করন, সম্পাদক শঙ্কর প্রধান, বিমল প্রধান ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy