আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতকে। — নিজস্ব চিত্র।
পূর্ব মেদিনীপুরের এগরায় অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগের ভাইপো ইন্দ্রজিৎ বাগকে পাঠানো হল সিআইডি হেফাজতে। বৃহস্পতিবার ধৃত ইন্দ্রজিৎকে কাঁথি আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ৮ দিনের জন্য সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইন্দ্রজিৎকে হাজির করানো হয় কাঁথি আদালতে। পুলিশের দাবি, ইন্দ্রজিৎ এগরাতেই ছিলেন। যদিও এই মামলার মূল অভিযুক্ত তথা অবৈধ বাজি কারখানার মালিক ভানু মারাত্মক জখম অবস্থায় ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ছেলেও জখম। সেই কারণে তাঁদের এই মুহূর্তে রাজ্যে ফিরিয়ে আনা সম্ভব নয় বলেই মনে করছে পুলিশ। তাই কটকের হাসপাতালে অভিযুক্তদের পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।
কাঁথি আদালতের লিগ্যাল সেলের আইনজীবী চন্দ্রশেখর দাস বলেন, ‘‘ইন্দ্রজিৎ বাগকে আজ কাঁথি মহকুমা আদালতে নিয়ে আসা হয়। সেখানে সিআইডির তরফে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। বিচারক সব পক্ষের বক্তব্য শুনে ধৃতকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ে কারবার, মৃত্যু হতে পারে এমন কাজ, দমকল আইন ইত্যাদি একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।’’ আগামী ২৬ মে তাঁকে আবার কাঁথি আদালতে হাজির করানো হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy