Advertisement
২৩ নভেম্বর ২০২৪
SSB Jawan

ওঠবোস করিয়ে আটক জওয়ান

রবিবার বিকেল থেকেই বেলদা নন্দ মার্কেটে ঢোকার মুখে জওয়ানের নির্দিষ্ট পোশাকে দাঁড়িয়ে ছিলেন যুবক।

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
বেলদা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২০ ০১:৪০
Share: Save:

ছুটিতে থাকা আধা সামরিক বাহিনীর (এসএসবি) এক জওয়ানের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের বেলদায়।

রবিবার বিকেল থেকেই বেলদা নন্দ মার্কেটে ঢোকার মুখে জওয়ানের নির্দিষ্ট পোশাকে দাঁড়িয়ে ছিলেন যুবক। কেউ লকডাউনের নিয়ম ভাঙলেই তাঁকে ধরছিলেন। সেই অবধি ঠিক ছিল। কিন্তু যাঁদের ধরছিলেন তাঁদের কাউকে লাফাতে বলছিলেন, কাউকে আবার কান ধরে ওঠবোস করতে। কয়েকজনের থেকে পরিচয়পত্রও দেখতে চান। এক স্থানীয় সাংবাদিকের কার্ড কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। তাঁর আচরণ দেখে আশপাশে কতর্ব্যরত সিভিক ভলান্টিয়ারেরাও ভয় পেয়ে যান। সোমবার খবর যায় বেলদা থানায়। পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে মুচলেকা লিখিয়ে ছেড়ে দেওয়া হয় তাঁকে।

লকডাউনের শুরুতে কয়েকটি জায়গায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছিল। বিষয়টি নজরে আসার পরে মুখ্যমন্ত্রী কয়েকজন পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছেন। তারপর থেকেই বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে পুলিশ-প্রশাসন। পুলিশ জানিয়েছে, এসএসবিতে (ভারতীয় সশস্ত্র বাহিনীর সীমান্ত সুরক্ষা বলয়) ওই জওয়ান বর্তমানে জম্মু-কাশ্মীরে কর্মরত। লকডাউনের আগেই ছুটিতে বাড়ি ফিরেছিলেন তিনি। ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় আর ফিরতে পারেননি।

জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘কোনও জওয়ান নিজের ইচ্ছেমতো ডিডটি দিতে পারেন না। তবে এই সময়ে কেউ স্বেচ্ছাশ্রম করতেই পারেন। সেক্ষেত্রে অতি সক্রিয়তা মানা হবে না। ওই যুবক সেটাই করছিলেন।’’

অন্য বিষয়গুলি:

SSB Jawan Belda Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy