Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
Coronavirus

করোনা হাসপাতালে মৃত দুই 

সূত্রের খবর, দু’জনেরই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ০৫:৫৭
Share: Save:

মেদিনীপুরের করোনা হাসপাতালে মৃত্যু হল এক বৃদ্ধ এবং এক যুবকের।

সূত্রের খবর, মৃত বৃদ্ধের নাম তরণী দাস (৭৮) এবং মৃত যুবকের নাম নাজিমূল ভাঙ্গি (২৮)। মৃত বৃদ্ধের বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের এক এলাকায় ও মৃত যুবকের বাড়ি গড়বেতা ব্লকের এক এলাকায়। দু’জনেরই বুধবার ভোরে মৃত্যু হয়েছে। ওই সূত্র জানাচ্ছে, করোনা পরীক্ষার জন্য ওই দু’জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। বুধবার দুপুরে মেদিনীপুর মেডিক্যালে নমুনার পরীক্ষা হয়। নমুনা পরীক্ষার রিপোর্ট কী হবে, সে নিয়ে উদ্বেগ ছিল। তবে দু’জনের করোনা পরীক্ষার রিপোর্টই নেগেটিভ হয়েছে বলে মেদিনীপুর মেডিক্যাল সূত্রের খবর। মৃত দু’জনের রিপোর্ট নেগেটিভ হয়েছে শুনে হাঁফ ছেড়ে বাঁচেন প্রশাসনের অনেকে।

সূত্রের খবর, দু’জনেরই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। মেদিনীপুর শহরতলির মোহনপুরের একটি বেসরকারি হাসপাতালকে করোনা হাসপাতালে (লেভেল- ২) রূপান্তরিত করা হয়েছে। ওই দু’জন সেখানেই চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতের দিকে দু’জনের শারীরিক অবস্থার অবনতি হয়। মৃত্যু হয় বুধবার ভোরের দিকে। করোনা পরীক্ষার রিপোর্ট না আসায় দেহ সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ছিল। রিপোর্ট নেগেটিভ আসার পরে দেহ ছাড়া হয়।

মৃত দু’জনের কি করোনা পরীক্ষা হয়েছে? পশ্চিম মেদিনীপুরের জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরার জবাব, ‘‘রিপোর্ট নেগেটিভ এসেছে।’’ এক সূত্র মনে করাচ্ছে, করোনা সংক্রমণের সন্দেহভাজনদের মধ্যে যাঁদের শারীরিক অবস্থা বেশি খারাপ, তাঁদের এই করোনা হাসপাতালে ভর্তি নেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE