Advertisement
০৬ অক্টোবর ২০২৪
police

মত্ত যুবকদের সামলাতে গিয়ে আক্রান্ত পুলিশ, জখম হয়ে হাসপাতালে ভর্তি সাত জন

মত্তদের হাতে আক্রান্ত হলেন ক্ষীরপাই ফাঁড়ির সাত পুলিশকর্মী। ভাঙচুর করা পুলিশ গাড়িও। জখম পুলিশকর্মীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চন্দ্রকোনা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ২৩:১০
Share: Save:

পিকনিক করতে আসা মত্ত যুবকদের মারামারি থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। রবিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানা এলাকায়। মত্তদের হাতে আক্রান্ত হলেন ক্ষীরপাই ফাঁড়ির সাত পুলিশকর্মী। ভাঙচুর করা পুলিশ গাড়িও। জখম পুলিশকর্মীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বড়মা কালীমন্দির লাগোয়া শিলাবতী নদীর পাড়ে বড়দিনে পিকনিক করতে এসেছিলেন অনেকে। সেখানে ঘাটালের মনসুকা এলাকার বেশ কয়েক জন যুবকও আসেন। অভিযোগ, মদ্যপান করে মেয়েদের কটূক্তি করছিলেন তাঁরা। কয়েক জন তাঁদের বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়। পরিস্থিতি সামাল দিতে ক্ষীরপাই ফাঁড়ির কয়েক জন পুলিশকর্মী ঘটনাস্থলে এলে তাঁদের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে ওই মত্ত যুবকদের বিরুদ্ধে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় চন্দ্রকোনা থানার পুলিশ। ওই ঘটনায় সাত পুলিশকর্মীর পাশাপাশি স্থানীয় ৩ জনও আহত হন বলে খবর। সকলকেই ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের খোঁজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE