Advertisement
০৫ নভেম্বর ২০২৪
BJP

এ বার ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ অবরোধ বিজেপির কিসান মোর্চার

মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার ধেড়ুয়া এলাকায় বৃহস্পতিবার পথ অবরোধ করেন বিজেপি কিসান মোর্চার সদস্যরা। মোর্চার সদস্যরা রাস্তায় আলু ঢেলে পথ অবরোধ করেন।

বিজেপির কিষান মোর্চার বিক্ষোভ।

বিজেপির কিষান মোর্চার বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৪
Share: Save:

বেশি দাম দিয়ে বীজ কিনে চাষ করার পরও সঠিক মূল্য পাচ্ছেন না। অথচ সেই ফসলই বাজার থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিতে হচ্ছে। এই অভিযোগ তুলে এবং আলু, ধানের ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনে নামল বিজেপির কিসান মোর্চা।

মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার ধেড়ুয়া এলাকায় বৃহস্পতিবার পথ অবরোধ করেন বিজেপি কিসান মোর্চার সদস্যরা। মোর্চার সদস্যরা রাস্তায় আলু ঢেলে পথ অবরোধ করেন।

চড়া দামে আলুর বীজ কিনে চাষ করার পরেও ৪০০ থেকে ৫০০ টাকা প্রতি কুইন্টালে আলু বিক্রি করতে হচ্ছে কৃষকদের। ফলে আর্থিক লাভের মুখ দেখতে পাচ্ছেন না তাঁরা। কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু কেনার দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলে কিসান মোর্চার। তাতে শামিল হন স্থানীয় কৃষকরাও। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর অবরোধ তুলে নেওয়া হয়।

অন্য বিষয়গুলি:

BJP Protest Midnapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE