Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Egra Blast

‘শুধু বাজি কারখানা নয়, আপনার দলকে বোমাও সাপ্লাই দিত ভানু’, এগরায় মমতাকে আক্রমণ শুভেন্দুর

বাজি কারখানায় বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ৯ জন। আহত হয়েছেন বেশ কয়েক জন। বাজি কারখানা যাঁর, সেই ভানু এখন পুলিশের খাতায় ‘পলাতক’। শুভেন্দুর অভিযোগ, ভানু ‘‘তৃণমূলের বড় নেতা।’’

suvendu adhikari in Egra

শুভেন্দু পূর্ব মেদিনীপুরের এগরার বাজি কারখানায় বিস্ফোরণের সঙ্গে তুলনা টানেন বীরভূমের বগটুইকাণ্ডের। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
এগরা শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ১৩:০৫
Share: Save:

এগরার বিস্ফোরণস্থলে গিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণে কয়েক জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করলেন তিনি। বুধবার সকালে খাদিকুল থেকে শুভেন্দু বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বলি, শুধু বাজি কারখানাই নয়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আপনার পার্টিকে বোমা সাপ্লাই (সরবরাহ) করার জন্য এই কারখানা তৈরি হয়েছিল। আর আপনার পুলিশ প্রতি মাসে এখান থেকে ৫০ হাজার টাকা করে নিয়ে যেতেন।’’

মঙ্গলবার ভানু বাগ নামে এক ব্যবসায়ীর বাজি কারখানায় বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ৯ জন। আহত হয়েছেন বেশ কয়েক জন। বাজি কারখানা যাঁর, সেই ভানু এখন পুলিশের খাতায় ‘পলাতক’। শুভেন্দুর অভিযোগ, ভানু ‘‘তৃণমূলের বড় নেতা।’’ মৃতের আত্মীয়দের সঙ্গে দেখা করে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘‘ভানু বাগ তৃণমূলের এক জন বড় নেতা। উনি ২০১৩ সালে পঞ্চায়েতের সদস্য ছিলেন। ’১৮ সালে ওঁর বৌমাকে দাঁড় করিয়েছিলেন ভোটে।’’ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দুর দাবি, ‘‘আগেও ওই জায়গায় এমন ঘটনা ঘটেছে। এর আগেও ৫ জনের মৃত্যু হয়েছে। সেখান থেকেও শিক্ষা হয়নি।’’ শুভেন্দু আরও জানান, সরকার যে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তা যথেষ্ট নয়। তাঁর কথায়, ‘‘এটা এনডিআরএফের টাকা। ভারত সরকারের টাকা।’’ মৃতদের পরিবারের উদ্দেশে বিজেপি বিধায়কের পরামর্শ, ‘‘আপনারা কোনও এমএলএ অফিস, পার্টি অফিস থেকে চেক নেবেন না। গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে যদি চেক দেয়, তবেই তা গ্রহণ করবেন।’’

নিহতদের দেহ ময়নাতদন্তের পর তা ‘সনাতনী’ রীতি মেনে যাতে সৎকার হয়, তার জন্য বিজেপির পঞ্চায়েত সদস্যকে ভার দেন শুভেন্দু। তাঁর দাবি, মৃতদের পরিবারকে অন্তত ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তা ছাড়া বিজেপির তরফেও নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, ‘‘ভানু বাগের ভাইয়ের পরিবার ছাড়া অন্যদের সাহায্য করব। কারণ, খুন করিয়েছেন ওঁরা। বাকি নিরীহ গ্রামবাসীদের সাহায্য করব।’’ মৃতদের পরিবারের সামনে দাঁড়িয়ে শুভেন্দু এ-ও অভিযোগ করেন, ‘‘প্রমাণ লোপাট করছে রাজ্য পুলিশ। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। সেন্ট্রাল ফরেন্সিক দলকে দিয়ে তদন্ত হোক। নইলে সব প্রমাণ মমতার পুলিশ লোপাট করবে। কারণ পুলিশের সঙ্গে এদের ভাগ-বাঁটোয়ারা ছিল। আইসি এগরা প্রতি মাসে ৫০ হাজার টাকা নিয়ে যেতেন এখান থেকে।’’

শুভেন্দু পূর্ব মেদিনীপুরের এগরার বাজি কারখানায় বিস্ফোরণের সঙ্গে তুলনা টানেন বীরভূমের বগটুইকাণ্ডের। কটাক্ষের সুরে বলেন, ‘‘বগটুই থেকে এত দিন পর্যন্ত যা যা ঘটেছে, তার জন্য এই পুলিশমন্ত্রীর এক মিনিটও চেয়ারে থাকা উচিত নয়।’’ শুভেন্দুর অভিযোগ, ‘‘এই মৃত্যুর জন্য পুলিশমন্ত্রী দায়ী। তাঁর প্রশাসন দায়ী। তাঁর বিরুদ্ধে আমাদের লড়াই হবে। আমরা দু’তিন দিনের মধ্যে এগরায় মহামিছিলের ডাক দিচ্ছি। ২৫ হাজার লোক রাস্তায় হাঁটবেন। সেখানে দাবি এক, পুলিশমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই। দুই, এনআইয়ের তদন্ত চাই।’’

উত্তরীয় দিয়ে মৃতের পরিবারের এক সদস্যদের কান্না মুছিয়ে দিতে দেখা যায় শুভেন্দুকে। বলেন, ‘‘এই পরিবারগুলো যাতে অনাথ না হয়, সেটা আমরা দেখে নেব। যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে তার ব্যবস্থা করব।’’

উল্লেখ্য, বুধবার ইতিমধ্যে হাই কোর্টে এ নিয়ে একটি মামলা দায়ের করেছেন শুভেন্দু। অন্য দিকে, মঙ্গলবারই এনআইএ তদন্তকে ‘স্বাগত’ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

অন্য বিষয়গুলি:

Egra Blast Suvendu Adhikari Mamata Banerjee West Bengal Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy