মোহনপুরে বন্ধ একশো দিনের কাজ। নিজস্ব চিত্র
প্রধান অনুপস্থিত থাকায় বাতিল হয়েছিল সংসদ সভা। প্রতিবাদে এলাকায় একশো দিনের কাজ বন্ধ করে দিল বিজেপি। শুক্রবার এসেও শ্রমিকদের ফিরে যেতে হয়। বিজেপির হুঁশিয়ারি, সভার ব্যবস্থা না করা পর্যন্ত কাজ বন্ধ থাকবে।
এই ঘটনায় ঘাটাল ব্লকের মোহনপুর পঞ্চায়েতের রানিরবাজার এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। ঘাটাল ব্লক প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার রানিরবাজার উত্তর বুথে সংসদ সভা ডেকেছিলেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। সভায় উপস্থিত হওয়ার জন্য বুথ এলাকায় মাইকে প্রচারও চালানো হয়েছিল। ওই দিন নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট সবাই রানিরবাজার প্রাথমিক স্কুলে হাজির হয়েছিলেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরেও সভা শুরু হয়নি। আসেননি পঞ্চায়েত প্রধান। ঘুরে যান এলাকার বাসিন্দারা। প্রতিবাদে শুক্রবার একশো দিনের কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে বিজেপি।
জানা গিয়েছে, মোহনপুর পঞ্চায়েতের ওই বুথটিতে এ বার বিজেপি প্রার্থী জগন্নাথ কারক জিতেছেন। বিজেপির ঘাটাল দক্ষিণ মণ্ডলের সভাপতি শীতল কপাটের অভিযোগ, “সাধারণ মানুষ বিজেপিকে সমর্থন করায় পঞ্চায়েত প্রধান সংসদ সভা ডেকেও হাজির হলেন না।” পঞ্চায়েত সদস্য জগন্নাথও বলেন, “একশো দিনের কাজ-সহ এলাকার উন্নয়নের যাবতীয় কাজ বিজেপি সদস্যদের না জানিয়েই হচ্ছে। সংসদ সভাতেও প্রধান এলেন না। তাই একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।” মোহনপুর পঞ্চায়েতের প্রধান শেখ সফিকুল রহমানের অবশ্য বক্তব্য, “আমি পঞ্চায়েতের কাজে ব্যস্ত থাকায় ওখানে যেতে পারিনি। সংসদ সভা নিয়ম মেনেই হবে। কিন্তু তার জন্য একশো দিনের কাজ বন্ধ করে বিজেপি কী প্রমাণ করতে চাইছে?”
মোহনপুর পঞ্চায়েত সূত্রের খবর, সম্প্রতি একশো দিনের প্রকল্পে এলাকায় একটি নতুন পুকুর খননের কাজ শুরু হয়েছে। স্থানীয় শ্মশানে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। এলাকার মানুষই কাজ করছেন। এ দিন সংসদ সভা বাতিলের জেরে একশো দিনের কাজ বন্ধ হওয়ার খবর পেয়েই তৎপর হয়েছে ব্লক প্রশাসন। বিডিও অরিন্দম দাশগুপ্ত বলেন, “কেন সভা ডেকেও হল না তা প্রধানের কাছে জানতে চেয়েছি। তবে এর জন্য উন্নয়ন বন্ধ করা যাবে না। শনিবার থেকেই ওখানেই প্রকল্পের কাজ হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy