Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Health Awareness

করোনা রুখতে সচেতনতা বৃদ্ধিতে জোরদার প্রচার পশ্চিম মেদিনীপুর জেলায়

জেলার হাসপাতালগুলিতে পরিষেবা জোরদার করার পাশাপাশি সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।

পথচারীকে দেওয়া হচ্ছে মাস্ক।

পথচারীকে দেওয়া হচ্ছে মাস্ক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১৮:৪৯
Share: Save:

রাজ্যেও প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে জেলার হাসপাতালগুলিতে পরিষেবা জোরদার করার পাশাপাশি সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।

এ ব্যাপারে জেলাশাসক রশ্মি কোমল বলেছেন, ‘‘স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হচ্ছে। হাসপাতালগুলিতে চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে।’’ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বলেছেন, ‘‘সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে। মাস্ক ব্যবহার, অযথা জটলা করলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’ ওই জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেছেন, ‘‘জেলার চারটি হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে। যাদের সমস্যা কম তাঁদেরকে নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অক্সিজেনের তেমন কোনও সমস্যা এখনও নেই এখানে।’’ গত দু’দিনে ওই জেলায় আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন। বুধবার আক্রান্ত হয়েছেন ২৩৬ জন, বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ১২১ জন।

অন্য বিষয়গুলি:

Health Awareness Coronavirus Pandemic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE