Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Kharagpur SD Hospital

প্রদীপ জিততেই হাসপাতাল নীল-সাদা

খড়্গপুর মহকুমা হাসপাতালকে নীল-সাদা রং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। বুধবার থেকেই হাসপাতাল ভবনের বাইরে সেই কাজ শুরু হয়েছে। তবে আশির দশকের গোড়ায় প্রতিষ্ঠিত এই হাসপাতাল ভবনে এত দিন পরে রং করা ঘিরে শোরগোল শুরু হয়েছে।

শুরু হয়েছে রং করার কাজ।

শুরু হয়েছে রং করার কাজ।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০০:২২
Share: Save:

চার দশকের হাসপাতাল। তবে এতদিন বদলায়নি হাসপাতালের রং। এমনকি, রাজ্য তৃণমূল সরকার গঠনের পরেও নীল-সাদা রং হয়নি। এ বার দলের প্রতিষ্ঠার দু’দশক পরে শহরের বিধানসভার আসন দখল করেছে তৃণমূল। ঘটনাচক্রে তার পরেই শুরু হল নীল-সাদা রং! প্রদীপের দাবি, তাঁর আবদারেই এই রংবদল।

খড়্গপুর মহকুমা হাসপাতালকে নীল-সাদা রং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। বুধবার থেকেই হাসপাতাল ভবনের বাইরে সেই কাজ শুরু হয়েছে। তবে আশির দশকের গোড়ায় প্রতিষ্ঠিত এই হাসপাতাল ভবনে এত দিন পরে রং করা ঘিরে শোরগোল শুরু হয়েছে। ২০১১ সালের পরে রাজ্যে তৃণমূল সরকার গঠন করার পরে সর্বত্র নীল-সাদা রং হলেও এই হাসপাতাল বাদ ছিল। এ বার উপ-নির্বাচনে খড়্গপুর সদরে প্রথম বিধানসভার আসন দখল করেছে তৃণমূল। বিধায়ক হয়েছেন পুরপ্রধান প্রদীপ সরকার। তার পরে আগামী ৯ডিসেম্বর শহরবাসীকে ধন্যবাদ জানাতে প্রশাসনিক পরিষেবা প্রদানের অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে এই নীল-সাদা রং বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই শহরের ‘চাচা’ দশবারের কংগ্রেস বিধায়ক প্রয়াত জ্ঞানসিংহ সোহন পালের উদ্যোগে আশির দশকে এই হাসপাতালের পথ চলা শুরু হয়েছিল। তবে তার পর থেকে নানা সময়ে বিক্ষিপ্তভাবে রং হয়েছে হাসপাতাল ভবনে। তবে বছর দশেকের মধ্যে হাসপাতাল ভবনের বাইরে রং হওয়ার কথা মনে করতে পারছেন না পুরনো কর্মীরা। মাঝে চাচাকে হারিয়ে শহরের বিধায়ক হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পদাধিকার বলে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি হয়েছিলেন দিলীপ। পরে অবশ্য দিলীপকে ওই পদ থেকে সরিয়ে জেলা কর্মাধ্যক্ষ নির্মল ঘোষকে সভাপতি করা হলেও হাসপাতালের রং বদলায়নি। দিলীপ সাংসদ হওয়ার পরে এ বার বিধানসভা উপ-নির্বাচন প্রদীপের জয়ের পরে জয়ের উচ্ছ্বাসে ভেসেছে তৃণমূল। ঘটনাচক্রে তারপরই এই রং বদলের সিদ্ধান্ত।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দিন দু’য়েক আগেই নীল-সাদা রং নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নব-নির্বাচিত বিধায়কের আবেদন জানিয়েছিলেন। তার পরেই স্বাস্থ্য দফতর থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে হাসপাতাল ভবনের রং বদলের নির্দেশ আসে। তড়িঘড়ি পূর্ত দফতরকে জানিয়ে রং করার সিদ্ধান্ত জানান জেলা স্বাস্থ্য দফতর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “স্বাস্থ্য দফতর থেকে দু’দিন আগে খড়্গপুর হাসপাতালের ভবনের বাইরে রং করার নির্দেশ এসেছিল। আমরা পূর্ত দফতরকে জানিয়েছি। অনেকদিন পরে হাসপাতালে রং হচ্ছে।” আর বিষয়টি নিয়ে নব-নির্বাচিত বিধায়ক প্রদীপ সরকার বলছেন, “গত সোমবার দিদির গাড়িতে বিধানসভা যাওয়ার পথে হাসপাতালের পরিকাঠামো নিয়ে বেশ কিছু প্রস্তাব দিয়েছিলাম। সঙ্গে এত দিনেও হাসপাতাল ভবনে নীল-সাদা রং হয়নি বলে জানিয়েছিলাম। তার পরেই স্বাস্থ্য দফতরের এমন উদ্যোগে আমি আপ্লুত।”

অন্য বিষয়গুলি:

Pradip Sarkar TMC Kharagpur SD Hopspital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy