একশো দিনের কাজের প্রকল্পে সরকারি নিয়ম না মানার অভিযোগ উঠল গড়বেতা-৩ ব্লকের তৃণমূল পরিচালিত আমশোল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিডিও শুভঙ্কর বিশ্বাস বলেন, “প্রধান, উপ-প্রধান সহ চারজনকে শোকজ করেছি। তদন্ত শুরু হয়েছে।” ওই পঞ্চায়েত সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে আমশোল পঞ্চায়েতের লোছনগড় বুথে নতুন একটি মোরাম রাস্তার অনুমোদন হয়েছিল সংশ্লিষ্ট প্রকল্পে। প্রায় এক কিলোমিটার রাস্তাটির জন্য এক লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দও হয়েছিল। অভিযোগ, টাকা বরাদ্দ হলেও কাজ শুরু হয়নি। উল্টে ওই রাস্তার বরাদ্দকৃত টাকার কিছুটা খরচ করে স্থানীয় রাস্তা সংস্কার করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ পেয়ে প্রধান-সহ চারজনকে শো-কজ করে ঘটনার তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। অভিযোগ স্বীকার করে ওই পঞ্চায়েতের উপ-প্রধান গণেশ ঘোষ বলেন, “আমরা নতুন রাস্তার কাজও শুরু করেছি। স্থানীয় মানুষের আবেদন মেনেই রাস্তাটি সংস্কার হয়েছে। এই প্রকল্পের নিয়ম আমাদের জানা ছিল না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy