মেদিনীপুর কলেজ মাঠে চলছে খেলা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
শুরু হল মেদিনীপুর সদর মহকুমা দ্বিতীয় বিভাগীয় ফুটবল লিগ। এ বার রেকর্ড সংখ্যক দল লিগে খেলছে। সংখ্যাটা ৪০। সব মিলিয়ে ৮টি বিভাগ। প্রতিটি বিভাগে ৫টি করে দল রয়েছে।
শনিবার থেকে শুরু হয়েছে এই লিগ। চলবে ৯ অগস্ট পর্যন্ত। খেলা হবে পাঁচটি মাঠে। মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়াম, মেদিনীপুর কলেজ- কলেজিয়েট মাঠ, শালবনি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়াম, গড়বেতা অচল সিংহ স্টেডিয়াম এবং মিরগা মিতালী সঙ্ঘের মাঠ। দ্বিতীয় বিভাগীয় লিগের খেলা হবে লিগ কাম নক-আউট। মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই এবং সন্দীপ সিংহ বলেন, “ফুটবলের প্রসারের লক্ষ্যে বিভিন্ন মাঠে খেলা হবে। দলগুলোর কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। আশা করি, সুষ্ঠু ভাবেই লিগ হবে।’’
মহকুমা ক্রীড়া সংস্থা সূত্রে খবর, দ্বিতীয় বিভাগীয় লিগে এর আগে কখনও ১৬টি, কখনও ২৪টি, কখনও ৩৬টি দল খেলেছে। এ বার সেখানে ৪০টি দল নিয়ে এই লিগ শুরু হয়েছে। সঞ্জীতবাবু বলেন, “আমরা চেয়েছি, বেশি সংখ্যক দল খেলুক। এই লিগের মাধ্যমেই তো প্রতিভাবনা খেলোয়াড় উঠে আসে।’’
এ বার নিয়ম করা হয়েছে, দলে অন্তত দু’জন অনূর্ধ্ব-১৯ খেলোয়াড় রাখতে হবে। সর্বাধিক তিনজন খেলোয়াড় পরিবর্তন করা যাবে। এই নিয়মের ফলে তরুণ খেলোয়াড়রা আরও উৎসাহিত হবেন বলেই আশা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy