পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। জখম এক জন। শনিবার সকালে দুর্ঘটনাটি হয়েছে ১১৬বি জাতীয় সড়কের তমলুক থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাঙ্কারের পিছনে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে চার চাকার একটি গাড়ি। দুর্ঘটনায় চালক এবং দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম দেবাশিস দাস এবং কমলা পাল। যে গাড়িচালকের মৃত্যু হয়েছে, তাঁর নাম সুদীপ মাইতি। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মমতা দাস নামে এক রোগী। দুর্ঘটনার খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে যায়। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। শনিবার ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ চার চাকার গাড়িটি ১১৬বি জাতীয় সড়ক ধরে চণ্ডীপুর থেকে মেছেদার দিকে যাচ্ছিল। গাড়ির গতিবেগ ছিল বেশি। তমলুক থানার কুমারগঞ্জের কাছে গাড়িটির পিছনের চাকা ফেটে যায়। সেই সময়ে রাস্তার বাঁ দিকে দাঁড়িয়ে থাকা একটি খালি গ্যাস ট্যাঙ্কারের তলায় ঢুকে যায় গাড়িটি। দুমড়ে যাওয়া গাড়িতে আটকে পড়েন চালক-সহ ৩ যাত্রী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে হাত লাগায়।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে কমলা ও দেবাশিস চণ্ডীপুরের এড়্যাশালের বাসিন্দা। গাড়িটির চালকের বাড়ি নন্দীগ্রামের দক্ষিণ খোদামবাড়ি এলাকায় এবং জখম মমতা মহিষাদলের বাসিন্দা। গাড়িটি রোগী নিয়ে কলকাতায় যাচ্ছিল। পুলিশের অনুমান, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চাকা ব্যবহারের অযোগ্য ছিল। তার পরেও ওই চাকা লাগিয়েই গাড়ি ছোটানো হয়। সে জন্য এই অঘটন।