ফাইল চিত্র।
গাঁজা ভর্তি একটি গাড়ি শুক্রবার সন্ধ্যায় বেলদা থানার কালিবাগিচার কাছে ৬০ জাতীয় সড়কে দুর্ঘটনার মুখে পড়ে। সেই গাড়ি থেকেই প্রায় ২০৬ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে খড়গপুরগামী গাড়ির গতি বেশি থাকায় কালিবাগিচার কাছে এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাড়ির চালক। জাতীয় সড়ক থেকে নীচে নেমে যায় গাড়িটি। একটি গাছে সজোরে ধাক্কা মেরে ঝুলে ছিল। গাড়িতে থাকা দু’জন পালায়। খবর পেয়ে বেলদা থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে। গাড়ি থেকে গাঁজার ৪৪টি প্যাকেট উদ্ধার হয়। এই গাঁজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় আহত দু’জনকে কিছুটা দূরে বাখরাবাদের কাছ থেকে আটক করে পুলিশ। চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। পরে তাদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম জানাতে চায়নি পুলিশ।
কোথা থেকে এত গাঁজা এল এবং কোথায় এই গাঁজা পাচার করা হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওড়িশা-বাংলা সীমানায় দাঁতন থানা এলাকার সোনাকোনিয়াতে চব্বিশ ঘণ্টা নাকা তল্লাশি নাকা তল্লাশি চললেও এই গাঁজা কীভাবে রাজ্যে ঢুকল তা নিয়ে ধন্দে পুলিশ। অন্য কোনও জায়গা থেকে গাঁজা এনে পাচার করা হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। অন্য দিকে, শনিবার আরও ১৫০ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করে দাঁতন থানার পুলিশ। অন্ধ্রপ্রদেশের একটি গাড়িতে করে ওই গাঁজা পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। পাচারের কাজে যুক্ত থাকার অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসতের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওড়িশার জয়পুর থেকে বারাসতে পাচার হচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা। এ দিন দুপুরে ওড়িশা সীমানায় নাকা তল্লাশির সময় দাঁতন থানার পুলিশ সোনাকোনিয়া চেক পোস্টের কাছে গাড়িটি থামানো হয়। গত ২২ মে রুটিন মাফিক নাকা তল্লাশির সময় বিপুল পরিমাণ গাঁজা ধরা পড়েছিল ওড়িশা সীমানায়। দাঁতন থানার পুলিশ সোনাকোনিয়া চেক পোস্টের কাছে ১০৫ কিলোগ্রাম গাঁজা ভর্তি গাড়িটিকে আটক করে। পাচারের কাজে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে ধরা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy