Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
SSC

SSC: শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ‘সদর্থক’, তবে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত এসএসসি আন্দোলন চলবে

সোমবার বিকাশ ভবনে এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ১৬:৪৩
Share: Save:

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের বৈঠক ‘সদর্থক’ হয়েছে। সোমবার বিকাশ ভবনে বৈঠক শেষে এ কথা জানালেন এসএসসি চাকরিপ্রার্থী শহীদুল্লাহ্‌‌। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রসঙ্গে জানিয়েছেন, আইনি পথেই বিষয়টি খতিয়ে দেখা হবে।

সোমবার বৈঠক শেষে সাংবাদিকদের শহীদুল্লাহ্‌‌ বলেন, ‘‘আলোচনা সদর্থক হয়েছে। ২১৭৯টি আসন তৈরি হয়ে রয়েছে। এটা বাদে বাকি সকলের চাকরির দাবি জানিয়েছি। প্রায় ছ’হাজার মেধাতালিকা রয়েছে। তাঁদের সকলের নিয়োগের দাবি জানিয়েছি। অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।’’

এই বৈঠকের পর ব্রাত্য জানিয়েছেন, ‘‘আমরা দাবি শুনেছি। আইনিভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে। আরও পদ তৈরি করতে হবে। সেটা শুধু আমাদের হাতে নয়। অর্থ দফতর এবং মুখ্যমন্ত্রীরও মত নিতে হবে। সব দফতরের মধ্যে সমন্বয় করে সিদ্ধান্ত নিতে হবে। কত পদ তৈরি করতে হবে, তা দেখার জন্য এসএসসিকে বলেছি। সেটা জানার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’’

শিক্ষক নিয়োগের দাবিতে ২০১৯ সাল থেকে ৫০০ দিনেরও বেশি সময় ধরে শহরের নানা জায়গায় অবস্থান বিক্ষোভ করেছেন ২০১৬ সালের এসএসসিতে মেধাতালিকায় থাকা প্রার্থীরা। ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে অবস্থান করছেন তাঁরা। শহীদুল্লাহ্‌ অবশ্য সোমবার জানিয়ে দিয়েছেন, ‘‘নিয়োগপত্র হাতে পেলে আন্দোলন শেষ করব। তার আগে পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান চলবে।’’

এর আগে, গত ২৯ জুলাই আন্দোলনরত নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার জন্য মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের দাবিদাওয়া শুনেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ওই বৈঠক থেকেও চাকরিপ্রার্থীদের দাবি পূরণে আশ্বাস দেওয়া হয়েছিল।সোমবার বিকেলে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্য বিষয়গুলি:

SSC West Bengal Bratya Basu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy