বৈশাখ মাস পড়তে এখনও সপ্তাহ দুয়েক দেরি। চৈত্রের মাঝামাঝি সময়েই গা-জ্বালা করা গরম দক্ষিণবঙ্গে। শনিবার পুরুলিয়ার তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। সেখানে তাপপ্রবাহ চলেছে। পুরুলিয়ার পাশাপাশি শনিবার তাপপ্রবাহ চলেছে বাঁকুড়াতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও দক্ষিণের চার জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা। তার পরে নামতে পারে পারদ। তবে অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গে আপাতত আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। রবিবার দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চৈত্রের মধ্যভাগেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ঊর্ধ্বমুখী পারদ। শনিবার পুরুলিয়ায় দিনের তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে দিনের তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণে ডায়মন্ড হারবারে তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। খুব একটা পিছিয়ে নেই কলকাতাও। শনিবার আলিপুরে তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদমে তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেশি হলেও কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় গরমের অস্বস্তি তুলনামূলক কমই। সেই প্যাঁচপেঁচে গরম এখনও পড়েনি দক্ষিণে। এই প্রসঙ্গে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিমি বায়ুর প্রভাবে আবহাওয়া শুষ্ক। সেই কারণে গরমের বোধটা তুলনামূলক কম। তবে তাপপ্রবাহের কারণে সাবধানতা অবলম্বন করতে হবে।
আরও পড়ুন:
রবিবার চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ হতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। বজায় থাকবে অস্বস্তিও। তার পরে তিন দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে দিনের তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই।
শনিবার উত্তরবঙ্গের মালদহে দিনের তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাকি সাত জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল। দার্জিলিঙে দিনের তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টি হয়েছে। রবিবার দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন উত্তরের তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।