বারিকুলের শুশুনিয়া গ্রামে রবিবার সকালে উমাকান্ত ধরের তোলা ছবি।
বেলপাহাড়ির পরে বাঁকুড়া। ‘কিষেণজিকে হত্যার প্রতিবাদে’ এ বার পোস্টার মিলল বাঁকুড়ার বারিকুলে। এক সময়কার মাওবাদী প্রভাবিত বাঁকুড়ার বারিকুলে রবিবার সকালে মাওবাদীদের নামাঙ্কিত এমনই বেশ কিছু পোস্টার পড়ে। পোস্টারে ‘কিষেনজিকে হত্যার প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলুন’ বলে আহ্বান জানানো হয়েছে।
ওই পোস্টার পড়ার খবর পেয়েই এ দিন সকালে পুলিশ তা সরিয়ে নিয়ে যায়। এ দিকে ‘কিষেণজি জিন্দাবাদ, কিষেণজি অমর রহে’— লেখা এই পোস্টার ও ব্যানারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পোস্টারে ২৮ জুলাই থেকে ৩ অগস্ট উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে শহিদ সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে বারিকুল থানা, মণ্ডলডিহা ফাঁড়ির পাশে, শুশুনিয়া, রসপাল, ভেলাবাঁধি, সুতান, মাজগেড়িয়া, ঝিলিমিলি-সহ কয়েকটি গ্রামের দেওয়ালে ও গাছে মাওবাদীদের পোস্টার-ব্যানার দেখা যায়। বাঁকুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার অনুপ জায়সবালের সঙ্গে এ দিন দুপুরে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে জেলা পুলিশের এক পদস্থ কর্তা ওই পোস্টার ও ব্যানারের বিষয়টি স্বীকার করে বলেছেন, “ওই সব পোস্টার আদৌ মাওবাদীরা দিয়েছে, নাকি ওদের নাম দিয়ে এলাকাকে ফের সন্ত্রস্ত্র করার জন্য অন্য কেউ করছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy