‘স্লিপ অ্যাপনিয়া’ শব্দবন্ধ এখনকার দিনে বেশ পরিচিত হলেও তা আসলে কী, কেন হয়, এই নিয়ে অনেকেরই ধারণা নেই। সাধারণ মানুষকে এই নিয়ে সচেতন করতে একটি কর্মসূচির আয়োজন করেছিল মণিপাল হাসপাতাল। চিকিৎসক দীপঙ্কর দত্ত উপস্থিত ছিলেন সেখানে। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ সার্জনস ফর স্লিপ অ্যাপনিয়া’-র সভাপতি চিকিৎসক বিজয় কৃষ্ণণ। ১৪ মার্চ ‘বিশ্ব ঘুম দিবস’ হিসাবে পালিত হয়। সেই উপলক্ষেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ (ওএসএ) কী? চিকিৎসকেরা জানাচ্ছেন, ঘুমের সময়ে নিঃশ্বাস-প্রশ্বাসের পথ বন্ধ হয়ে যায়। এর ফলে মানুষের স্বাস্থ্য ভেঙে পড়ে। এই সমস্যার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। ওএসএর ফলে শুধু নিঃশ্বাস-প্রশ্বাসে সমস্যা হয় না, ঘুমের সময় ওই ব্যক্তি নাক ডাকতে পারেন। সকালে উঠে মাথার যন্ত্রণা, দিনের বেলা ঘুম পাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। সময় মতো চিকিৎসা না করালে এর ফলে হার্টের সমস্যা, হাইপারটেনশন দেখা দিতে পারে। এই স্লিপ অ্যাপনিয়ার অন্যতম কারণ হল ওবেসিটি। সারা দুনিয়ায় এই সমস্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় উপমহাদাশে তা ক্রমেই ছড়িয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়া উপায় থাকছে না।
আরও পড়ুন:
চিকিৎসক দীপঙ্কর জানিয়েছেন, স্লিপ অ্যাপনিয়ার উপসর্গ শুধু যে নাক ডাকা, তা নয়। এর ফলে হার্টের সমস্যাও দেখা দিতে পারে। সিপিএপি যন্ত্র সাময়িক ভাবে রোগীকে স্বস্তি দিলেও তা যথেষ্ট দামি। অনেক ক্ষেত্রেই রোগীর অস্ত্রোপচার করতে হয়। তার ফলে সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে উঠতে পারেন। মণিপাল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নিজের সুস্থ হওয়ার কথা শুনিয়েছেন এর রোগীও।