Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪

মমতার সফর ‘অরাজনৈতিক’, জানিয়ে দিল তৃণমূল

ওড়িশা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও রাজনৈতিক কর্মসূচি নেই বলে জানাল তৃণমূল। মমতা অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতেই যাবেন বলে দলের ব্যাখ্যা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০৩:৪২
Share: Save:

ওড়িশা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও রাজনৈতিক কর্মসূচি নেই বলে জানাল তৃণমূল। মমতা অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতেই যাবেন বলে দলের ব্যাখ্যা।

ভুবনেশ্বরে দু’দিন ধরে বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন, উত্তরপ্রদেশ বিজয়ের পরে বাংলা তাঁদের লক্ষ্য। তার পরেই তৃণমূল নেত্রীর সেই রাজ্যে যাওয়া নিয়ে স্বভাবতই রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রবিবার আগাম বলে দিলেন, ‘‘ওড়িশায় রাজ্য বা সর্বভারতীয় তৃণমূলের কোনও রাজনৈতিক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না। তিনি যাচ্ছেন শুধু অসুস্থ সুদীপবাবুকে দেখতে। আমি আর সুব্রত বক্সী যখন দেখা করতে গিয়েছিলাম, সুদীপবাবু অনুরোধ করেছিলেন, দলনেত্রী এক বার দেখা করতে এলে ভাল হয়।’’

তাৎপর্যপূর্ণ ভাবে, নারদ-কাণ্ডের প্রাথমিক তদন্তের জন্য সিবিআইকে দেওয়া আদালতের এক মাসের সময়সীমা ফুরোচ্ছে এই সপ্তাহেই। সম্ভবত আজ-কালের মধ্যেই প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে পারে সিবিআই। এই সময়ে ভুবনেশ্বরে দিয়ে সুদীপবাবুর সঙ্গে দেখা করে তৃণমূল নেত্রী কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিতে চাইছেন বলে অনেকে মনে করছেন। বিরোধী শিবির থেকে এমনও বলা হচ্ছে, মমতার কোনও রাজনৈতিক কর্মসূচি ওড়িশায় নেই বলে আগাম জানিয়ে তৃণমূল আসলে মোদী-শাহদের বার্তা দিয়ে রাখছে যে, রাজ্যের বাইরে বেরিয়ে বিজেপি-র সঙ্গে সংঘাতে তারা যাচ্ছে না! ভুবনেশ্বর থেকে পুরী গিয়ে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কথা মমতার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE