ফাইল চিত্র।
ভোটের ফল প্রকাশের টানটান উত্তেজনার মাঝেই সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকীতে টুইট করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল ৮টা ৪৯ মিনিটে তিনি টুইট করেন।
মুখ্যমন্ত্রী লেখেন, ‘কিংবদন্তি ছবি প্রস্তুতকারক, লেখক, কম্পোজার, গীতিকার, চিত্রশিল্পী সত্যজিৎ রায়কে তাঁর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা। তিনি শুধুমাত্র বাংলার গর্ব নন, ভারত এবং সারা বিশ্বের গর্ব। বিশ্ব জুড়েই মানুষের অনুপ্রেরণা তিনি।’ এই পোস্টের ঠিক উপরেই ‘মহারাজা তোমারে সেলাম…’ লিখে বাকি পোস্ট করেছেন তিনি।
Maharaja Tomare Selam…
— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2021
Tribute to Satyajit Ray, legendary filmmaker, writer, composer, lyricist, illustrator, on his birth centenary. He is not only the pride of Bengal but also India & the whole world. He is an inspiration to people around the globe.#SatyajitRay100
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীও টুইট করে জন্মশতবার্ষিকীতে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সেরা ছবি প্রস্তুতকারক। যে সাফল্য তিনি অর্জন করেছেন এবং যা রেখে গিয়েছেন, তা অসাধারণ।’
My humble tributes to the legendary Bengali filmmaker, Academy Award Winner, and Bharat Ratna Awardee Shri Satyajit Ray on his Birth Anniversary.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 2, 2021
Truly one of the greatest filmmakers in film history, the success he achieved and legacy he left behind has been phenomenal. pic.twitter.com/q2Ib1NFqs5
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy