মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেমের গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা সেই গানের একটি ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশও করলেন নিজেই। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটির লিঙ্ক শেয়ার করেন মুখ্যমন্ত্রী। বিবরণে মমতা লিখেছেন, ‘ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশ মাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভদিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য।’
‘এই ধরণীর মাটির বাঁধন/ বাঁধুক জোরে মোদের/ সোনার চেয়েও যে খাঁটি/ দেশটা সবার নিজের...’— গানটির শুরু এ ভাবেই। গানের প্রথম চার লাইন নিজের পোস্টের সঙ্গে জুড়েও দিয়েছেন মমতা। সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর এই গানে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পারুই এবং দেবজ্যোতি বসু।
রবিবার ৭৫তম স্বাধীনতা দিবসের সকাল থেকে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর ২০২৪-এর লোকসভা নির্বাচনে তাঁকেই দেশের অন্যতম বিরোধী মুখ বলে মনে করছেন অনেকে। রবিবার তাই স্বাধীনতা দিবসের বক্তৃতায় মমতা কী বার্তা দেন, তা নিয়ে আগ্রহ রয়েছে।
গানটির বাকি কথা—
এই মাটির প্রতি ধূলিতে জন্ম নবজাগরণের
এই মাটির বীরত্বপূর্ণে ধন্য জন্ম মোদের
এই মৃত্তিকা এই বরণীয় সব বীর সন্তানের দল
এই মাটিতেই গড়তে হবে সফল সাধনার ফল
এই মাটিতেই জন্ম নিয়েছে অনেক ইতিহাস দীক্ষা
এই ধরণী দিক সবারে প্রকৃত মানব শিক্ষা
ফেসবুক পোস্টে গানটি প্রকাশ করার পাশাপাশি দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা। লিখেছেন, ‘ঐক্য, সম্প্রীতি এবং সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।’
দেখে নিন গানটির ভিডিয়ো—
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy