Advertisement
১৪ অক্টোবর ২০২৪
Mamata Banerjee

Mamata Banerjee: দল শক্তিশালী হলে সব পাবেন, কর্মিসভায় বার্তা দিলেন মমতা

সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা: ভুল করলে গালি দিন, কিন্তু তৃণমূল না থাকলে সরকারি প্রকল্পগুলির সুবিধাও আর পাবেন না।

আলিপুরদুয়ারে কর্মিসভার পরে মঙ্গলবার কোদালবস্তি এবং চিলাপাতা জঙ্গলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আলিপুরদুয়ারে কর্মিসভার পরে মঙ্গলবার কোদালবস্তি এবং চিলাপাতা জঙ্গলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ০৬:১১
Share: Save:

লোকসভা তো বটেই, গত বছর বিধানসভা ভোটে প্রবল হাওয়া সত্ত্বেও আলিপুরদুয়ারে একটুও প্রভাব ফেলতে পারেনি তৃণমূল। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় দলীয় কর্মিসভায় এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভিত মজবুত করারই বার্তা দিলেন। কর্মীদের স্পষ্ট করে দিলেন, দলকে শক্তিশালী করুন, তবেই সব মিলবে। পাশাপাশি, সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা: ভুল করলে গালি দিন, কিন্তু তৃণমূল না থাকলে সরকারি প্রকল্পগুলির সুবিধাও আর পাবেন না।

সরকারি প্রকল্পগুলি বাস্তবে কতটা কার্যকর করা সম্ভব হয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ ক্ষেত্রে দলের কর্মীরা মাঝখানে এসে ‘কাটমানি’ খান বলেও বিস্তর অভিযোগ আছে। তাই নিয়ে বিভিন্ন সময়ে অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। এর সঙ্গে রয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব, যা নানা ভাবে বিড়ম্বনা তৈরি করেছে দলের জন্য। দু’টি বিষয়েই আগে একাধিকবার বার্তা দিয়েছেন, কর্মীদের হুঁশিয়ার করেছেন মমতা। এ বারে আলিপুরদুয়ারে দাঁড়িয়েও সেটাই করলেন তিনি। তৃণমূল সূত্রের বক্তব্য, তিনি আসলে গোটা রাজ্যের সব কর্মীকেই বার্তা দিলেন। সরকারি প্রকল্পের ব্যাপারে তিনি নিজে কতটা উদ্বিগ্ন, সেটা আরও বোঝা গেল যখন কর্মিসভার শেষে চলে গেলেন কোদালবস্তির মতো পিছিয়ে পড়া এলাকায়। খোঁজ নিলেন, সেখানকার বাসিন্দারা সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না।

মমতা এ দিন কর্মীদের বলেন, ‘‘আগামী দিনে তৃণমূলকে শক্তিশালী করুন। সব পাবেন। যতটা না পেয়েছেন, ততটুকুও পাবে। যা পেয়েছেন, অনেক পেয়েছেন। যেটুকু বাকি আছে, নিজের যোগ্যতায় পাবেন।’’ এর পরেই তিনি সাধারণ মানুষদের প্রতি বলেন, ‘‘স্থানীয় নেতার উপরে রাগ করে দলটাকে ভুল বুঝবেন না। তৃণমূল না থাকলে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে রেশন, স্বাস্থ্যসাথী, উদ্বাস্তু পাট্টাও পাবেন না।’’ বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে একই আসনে বসিয়ে তিনি বলেন, ‘‘এর পরে যদি কোনও ভুল বোঝাবুঝি থাকে, তা হলে আমাকে দোষ দিন। কিন্তু বিরোধীদের কথায় ভুলবেন না। ওরা কখনও কিছু করেনি। ভুল করলে আমরাই করি। আবার আমরাই সেটা সংশোধন করি।’’

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যা-ই বার্তা দিন না কেন, উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে কখনওই আশীর্বাদ করবে না। তারা তৃণমূলকে গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং বর্জন করেছে। আগামী দিন ওই জায়গায় বিজেপি আরও ভাল ফল করবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE