হাওড়ার আরুপাড়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী। নিজস্ব চিত্র
এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোলের ‘গব্বর সিং’-এর সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার হাওড়ায় রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ ‘‘একটা মানুষ রাজনৈতিক নেতাকে হয় পছন্দ করে, নয় ভালবাসে। কিন্তু কখনও দেখেছেন দেশের প্রধানমন্ত্রীকে মানুষ এতটা ভয় পায়। বাপরে! দেখলেই মনে হচ্ছে গব্বর সিং চলে এসেছে।’’ পাশাপাশি, মুখ্যমন্ত্রী এ দিন অভিযোগ করেন, গোটা দেশে বিজেপি গণপিটুনি ও সন্ত্রাসবাদের সিন্ডিকেট তৈরি করেছে। শিশুদের ঘুম পাড়াতে মায়েরা দেশে বর্গি আসার ছড়া শোনাতেন। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেশ থেকে এত বর্গি যাবে কবে? এদের থেকে জোতদার, জমিদারও ভাল ছিল।’’
‘বর্গি’দের হাত থেকে দেশকে বাঁচাতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তা-ই নয়, তিনি আসন্ন লোকসভা নির্বাচনে সবাইকে একজোট হয়ে মোদী ও আমিত শাহের ‘সাইনবোর্ড’ তুলে দেওয়ার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী এ দিন অভিযোগ তোলেন, প্রধানমন্ত্রী একটা শৌচাগার উদ্বোধন করতেও চলে যান। আর সেখানে গিয়ে গান গেয়ে আসেন। তিনি বলেন, ‘‘আমরা এমন করি না। একটা অনুষ্ঠান থেকেই হাজার প্রকল্পের উদ্বোধন করি।
এতে সরকারের পয়সা কম খরচ হয়। বিজ্ঞাপনেও সাশ্রয় হয়। এত প্রচার কীসের? কাজ নেই শুধু প্রচারের সরকার।’’ কেন্দ্রের বিভিন্ন প্রকল্প ঘোষণাকেও এ দিন কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।
‘‘এই সরকারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। দুই-তিন দিনের মধ্যেই লোকসভা নির্বাচন ঘোষণা হবে বলেই বাজারে খবর রয়েছে। তাই তোমরা এখন মিসাইল, বন্দুক, বোমা, কখনও জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি করছ। তোমাদের লজ্জা করে না?’’ মোদী সরকারে বিরুদ্ধে এমনই তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর আরও অভিযোগ, ‘‘কোনও কিছুই হলেই যে কোনও লোককে পাকিস্তানি বলে দেওয়া হচ্ছে। আপনি কী একাই হিন্দুস্তানি।’’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, সারা দেশে ১২ হাজার কৃষক আত্মঘাতী হয়েছেন, ২ লক্ষ লোকের চাকরি গিয়েছে। অথচ এ রাজ্য কর্ম সংস্থান তৈরিতে পরপর চার বছর এক নম্বরে। মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা রাজ্যে ৪০ ভাগ বেকারত্ব কমিয়ে দিয়েছি।’’
হাওড়ার আরুপাড়ার ওই অনুষ্ঠান থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় মোট ২১৭টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, স্বাধীনতার পরে রাজ্যে মাত্র ১২টি বিশ্ববিদ্যালয় ছিল। গত সাত বছরে ২৮টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। হাওড়ার আরুপাড়ায় এ বার হিন্দি বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। তিনি জানান, আগামী দিনে উত্তরবঙ্গ ও আসানসোলে এই হিন্দি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করা হবে। তাঁর কথায়, ‘‘জেলাশাসক এই বিশ্ববিদ্যালয়ের জমি খুঁজতে সাহায্য করেছেন। ৩.২ একর জমিতে বিশ্ববিদ্যালয়টি তৈরি হবে। আমি বলেছি, দ্রুত কাজ শেষ করতে। কাজ ফেলে রাখা পছন্দ করি না।’’ এ দিন কৃষকবন্ধু প্রকল্পের জেলার কৃষকদের হাতেও চেক তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘যুবশ্রী’র পাশাপাশি পলিটেকনিক ও তথ্যপ্রযুক্তির ৫০ হাজার ছাত্রকে স্বনির্ভর হতে এক লক্ষ টাকা করে দেওয়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy