Advertisement
০৫ নভেম্বর ২০২৪

প্রণবের কাছে নালিশ মমতার

যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের প্রতি সাংবিধানিক দায়বদ্ধতা ঠিক মতো মানা হচ্ছে না বলে রাষ্ট্রপতির কাছে অনুযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গুরুত্ব পাচ্ছে না রাজ্যের অধিকার। নির্ঘণ্ট অনুযায়ী তাঁদের দু’জনের দেখা হওয়ার কথা ছিল না। কিন্তু এ দিন বিকালে উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী জানতে পারেন, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সেখানে আসছেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৫ ০৩:২৫
Share: Save:

যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের প্রতি সাংবিধানিক দায়বদ্ধতা ঠিক মতো মানা হচ্ছে না বলে রাষ্ট্রপতির কাছে অনুযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গুরুত্ব পাচ্ছে না রাজ্যের অধিকার।

নির্ঘণ্ট অনুযায়ী তাঁদের দু’জনের দেখা হওয়ার কথা ছিল না। কিন্তু এ দিন বিকালে উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী জানতে পারেন, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সেখানে আসছেন। মমতা তাঁর জন্য অপেক্ষা করেন। প্রায় চল্লিশ মিনিট পর রাষ্ট্রপতি বিমানবন্দরে পৌঁছে মমতাকে দেখে বলেন, ‘‘কি রে! উত্তরবঙ্গ থেকে একদম সোজা চলে এলি?’’ মমতা তাঁকে বলেন, ‘‘বিমানবন্দরে নেমে শুনলাম আপনি আসছেন। যখন এসেই পড়েছি, আপনার সঙ্গে দেখা না করে চলে যাব?’’ এর পরে দু’জনে ভিআইপি লাউঞ্জে গিয়ে প্রায় তিরিশ মিনিট কথা বলেন।

রাষ্ট্রপতির সঙ্গে কী কথা হল? মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সৌজন্য সাক্ষাৎ।’’ কিন্তু অনেকের মতে, বিমানবন্দরে নেমে রাষ্ট্রপতি আসছেন জেনে সেই সুযোগটাকে কাজে লাগালেন মমতা। তাঁর ঘনিষ্ঠ মহলের খবর, একান্তে ‘প্রণবদা’-কে পেয়ে রাজনাথ সিংহের সাম্প্রতিক সফর থেকে প্রবীণ তোগাড়িয়ার জন্য ১৪৪ ধারা জারি-সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, রাষ্ট্রপতিকে তিনি জানান, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই ছিটমহল গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ। সেখানে তাঁর দলের এক জন সাংসদ থাকলেও স্থানীয় কোনও জনপ্রতিনিধি আমন্ত্রণ পাননি। আবার, সে দিনই রাজভবনে ফিরে রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় তাঁর সঙ্গী ছিলেন তাঁর দলের
নেতা। রাজ্যে সম্প্রীতির পরিবেশ বিষিয়ে তোলার চেষ্টা হচ্ছে অভিযোগ করে এ বিষয়ে নানা ঘটনার কথাও রাষ্ট্রপতিকে অবহিত করেন মমতা। এই প্রসঙ্গেই প্রবীণ তোগাড়িয়ার বিরুদ্ধে রাজ্যের ১৪৪ ধারা জারি করার বিষয়টি প্রণববাবুকে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE