Advertisement
০৫ নভেম্বর ২০২৪

সেতু-কাণ্ডে বিক্ষোভ মহিলা বিজেপির

শিয়ালদহ থেকে মৌলালি পর্যন্ত মিছিল করে সভা করার কথা ছিল বিজেপির মহিলা মোর্চার। কিন্তু পুলিশের বাধায় তারা মিছিল করতে পারেনি। জমায়েতের শুরুতেই পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তির জেরে গ্রেফতার হতে হয় মোর্চা কর্মীদের।

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর। ফাইল ছবি

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর। ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৮
Share: Save:

মাঝেরহাট-কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে আঙুল তুলে মঙ্গলবার শিয়ালদহ স্টেশনের কাছে বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়াল বিজেপির মহিলা মোর্চা। ওই কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। সংগঠনের রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়-সহ কয়েক জনকে পুলিশ গ্রেফতার করে। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এ দিন শিয়ালদহ থেকে মৌলালি পর্যন্ত মিছিল করে সভা করার কথা ছিল বিজেপির মহিলা মোর্চার। কিন্তু পুলিশের বাধায় তারা মিছিল করতে পারেনি। জমায়েতের শুরুতেই পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তির জেরে গ্রেফতার হতে হয় মোর্চা কর্মীদের। লকেট বলেন, ‘‘এ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ালে পুলিশ বাধা দেয় না। অথচ মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ালে গ্রেফতার হতে হয়!’’ তাঁর আরও বক্তব্য, ‘‘রাজ্য সরকার সেতু সারানোর জন্য তিন কোটি টাকা দিতে পারছে না! অথচ, পুজো কমিটিকে ২৮ কোটি টাকা দিতে পারছে! আসলে সেতু নির্মাণ ও সংস্কারের মতো পরিকাঠামোর কাজে তৃণমূল সরকারের মন নেই। তারা ভেট দিয়ে ভোট কিনতে ব্যস্ত!’’

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো কি পুলিশ-প্রশাসন নিষ্ক্রিয় ভাবে দাঁড়িয়ে দেখতে পারে?’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE