ভিক্ষার থালা নিয়ে মাদ্রাসা শিক্ষকদের মিছিল। নিজস্ব চিত্র।
সম্মানজনক ভাতার দাবিতে এ বার ভিক্ষার থালা হাতে মিছিল করলেন মাদ্রাসা শিক্ষক ও শিক্ষিকারা। বেতনের সমস্যা মেটানোর দাবিতে ‘ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ্ড আন-এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’-এর ডাকে বিধাননগরে অবস্থান চলছে এক মাস ধরে। অবস্থান-মঞ্চে অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন কয়েক জন শিক্ষক-শিক্ষিকা। এক জন শিক্ষিকা এখনও বিধাননগর হাসপাতালে ভর্তি। ওই আন্দোলনেরই অঙ্গ হিসেবে বুধবার পার্ক সার্কাস থেকে এন্টালির রামলীলা ময়দান পর্যন্ত ‘ভিক্ষুক মিছিল’ করেন মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকারা। সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষকদের বেতনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত ঘোষণা না করলে অবস্থানের পাশাপাশি নানা অভিনব পন্থায় মিছিল ও আন্দোলন চলতে থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy