ভোট এলেও বিমল গুরুং-এর মুখে আলাদা রাজ্যের দাবি শোনা যাচ্ছে না অভিযোগ তুলে দল ছাড়লেন গুরুংপন্থী মোর্চার সাংগঠনিক সম্পাদক রোহিত থাপা। সোমবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে তিনি বিজেপিকে সমর্থন করার জন্য বিমলের বিরুদ্ধে ‘সুবিধাবাদী’ রাজনীতি করারও অভিযোগ তুলেছেন। তাঁর কথায়, ‘‘আলাদা রাজ্যের দাবি বিজেপির ইস্তেহারে নেই। জিএনএলএফের দাবি ষষ্ঠ তফসিল নিয়ে। তা হলে কেন আমরা যৌথ ভাবে বিজেপিকে সমর্থনের রাস্তায় হাঁটলাম?’’ তিনি বলেন, ‘‘আমাদের দাবি তো ছিল ভিন্ রাজ্যের।’’
জয়গাঁ এলাকার নেতা রোহিতের দাবি, ‘‘ডুয়ার্স এলাকায় আমাদের লোকজন রয়েছে। তবে আমরা এখনও কাউকে সমর্থন করিনি। আলোচনা চলছে। দ্রুত আমরা ঘোষণা করব।’’
২০১৭ সালের আন্দোলনের পর থেকে পাহাড় ছাড়া বিমলের নানা অডিয়ো, ভিডিয়ো বার্তা ভাইরাল হয়েছে বিভিন্ন সময়ে। গত কয়েক মাস ধরে তিনি চুপচাপ ছিলেন। লোকসভায় ভোটে বিজেপি বিমল এবং জিএনএলএফের সমর্থনে রাজু বিস্তাকে প্রার্থী করে ময়দানে নামতেই সক্রিয় হওয়ার চেষ্টা করছেন গুরুং। পাহাড়ের ১১টি দল মিলে এক সময় সর্বসম্মত প্রার্থী ঠিক করার চেষ্টা করেন। আলোচনা ভেস্তে যাওয়ায় সিপিআরএমের রত্ন বাহাদুর রাই, গুরুং-এর দীর্ঘ দিনের সহযোগী নেতা স্বরাজ থাপা নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। জাপের সভাপতি হরকাবাহাদুর ছেত্রীও প্রার্থী হয়েছে। এর বাইরেও একাধিক নির্দল গোর্খা প্রার্থী আছেন। মনোনয়ন প্রত্যাহারের একদিন আগে বিমল সমস্ত পুরনো ঘটনা ভুলে সবাইকেই গোর্খা জাতির কথা ভেবে মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান একটি অডিয়ো বার্তায়। তাতে স্বরাজ থাপা এবং রত্ন বাহাদুর রাই প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেও হরকা বাহাদুর করেননি। কিন্তু রোহিতের এই নতুন সিদ্ধান্তে পাহাড়ে মোর্চা তথা বিজেপির অস্বস্তি বাড়ল বলেই মনে করছে পাহাড়ের একটি অংশ। রোহিত বলেন, ‘‘পাহাড়ে না এসে বিমল ভিডিয়ো বা অডিয়ো বার্তায় মানুষকে বিভ্রান্ত করছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy