Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Lok Sabha Election 2019

মুকুলের হাত ধরে বিজেপিতে যোগদান বিশ্বজিৎ-শঙ্কুদেবের

তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডার সঙ্গে বেশ কয়েক বছর ধরে কোনও সম্পর্ক ছিল না তৃণমূলের।

বিজেপিতে যোগদান শঙ্কুদেব পণ্ডার।—নিজস্ব চিত্র।

বিজেপিতে যোগদান শঙ্কুদেব পণ্ডার।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০২
Share: Save:

বিহারে ধাক্কা। বাংলায় মুখ বাঁচানোর চেষ্টা। দ্বারভাঙার বিজেপি সাংসদ কীর্তি আজাদকে যে দিন তেরঙা উত্তরীয় পরিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, ঠিক সে দিনই এককালের জনপ্রিয় বলিউড তারকা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে দলে টানল বিজেপি। একই সঙ্গে যোগদান করানো হল তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডাকেও। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে গিয়ে এ দিন আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিলেন বিশ্বজিৎ ও শঙ্কুদেব।

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, দলের রাষ্ট্রীয় কার্যকারিণীর সদস্য মুকুল রায় এবং দলের জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্রের উপস্থিতিতে এ দিন বিজেপি-তে যোগ দিয়েছেন ওই দু’জন। সাংবাদিক সম্মেলন করে তাঁদের গেরুয়া উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং দলের প্রাথমিক সদস্যপদ দিয়ে বিজেপিতে স্বাগত জানানো হয়।

তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডার সঙ্গে বেশ কয়েক বছর ধরে কোনও সম্পর্ক ছিল না তৃণমূলের। সারদা কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। পরে নারদ ভিডিয়োতে দেখা গিয়েছিল শঙ্কুকে।যদিও আনন্দবাজার সেই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি। কেন্দ্রীয় সংস্থার জেরার মুখেও পড়তে হয় তাঁকে। তার পরেই তৃণমূল সম্পর্ক ছিন্ন করে শঙ্কুর সঙ্গে। তৃণমূল ভবনে তাঁর প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি হয়। তার পর থেকে বেশ কয়েক বছর সক্রিয় রাজনীতিতে ছিলেন না তিনি। মুকুল রায়ের হাত ধরে ফের শঙ্কু রাজনীতির ময়দানে ফিরলেন বলে মনে করা হচ্ছে।

বিজেপির সদস্যপদ গ্রহণ করছেন বিশ্বজিত্ চট্টোপাধ্যায়। ছবি: পিটিআই।

আরও পড়ুন: জঙ্গিহানার আশঙ্কা থাকা সত্ত্বেও সতর্কতা নেওয়া হল না কেন? কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার​

আরও পড়ুন: ১৭ ঘণ্টার লড়াই শেষ, নিহত কামরান-সহ তিন জঙ্গি, চার সেনা ও এক পুলিশকর্মীর মৃত্যু​

বিশ্বজিতের বিজেপি-তে যোগদানের নেপথ্যেও মুকুল রায়। চলতি মাসের যে সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ছিলেন, সেই সময়েই মুকুল রায়ের দিল্লির বাংলোয় ঢুকতে দেখা গিয়েছিল বিশ্বজিৎকে। গত লোকসভা নির্বাচনে দিল্লির একটি আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বিশ্বজিৎ। সেই বিশ্বজিতকে মুকুলের বাংলোয় ঢুকতে দেখা যাওয়ার পর থেকেই দলবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনাকে সত্যি প্রমাণ করে সোমবার বিজেপি-তে ঢুকলেন তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE