Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Abhishek Banerjee speech on 21 July

দলে চাই নবীন ও প্রবীণের সামঞ্জস্য, ভোটে ‘নিষ্ক্রিয়’ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থার বার্তা অভিষেকের

মূল ঘটনা

১৪:০৩ সর্বশেষ
২৪ মিনিটেই বক্তৃতা শেষ অভিষেকের
১৩:৫৩
নবীন-প্রবীণদের সামঞ্জস্য বিধানের বার্তা অভিষেকের
১৩:৪৬
শৃঙ্খলাপরায়ণ হতে হবে, দলের কর্মীদের বার্তা অভিষেকের
১৩:১৬
যা কথা দিয়েছি, সব পালন করব, আপনারা কথা দিচ্ছেন তো? প্রশ্ন অভিষেকের
১৩:১১
ভোটে ‘নিষ্ক্রিয়’ কর্মীদের বার্তা অভিষেকের, বললেন তিন মাসের মধ্যেই পদক্ষেপ
১৩:০৩
দেড় মাসের বিরতিতে কী করেছেন? জানালেন অভিষেক
১২:৫৯
এসএসসি টেট কেলেঙ্কারির থেকেও বড় নিট কেলেঙ্কারি: অভিষেক
১২:৫২
ভোটের এই জয়ে আত্মতুষ্টির কোনও জায়গা নেই, দলীয় কর্মীদের বার্তা দিলেন অভিষেক
১২:৫১
লোকসভা ভোটে জয়ের মূল কারিগর কারা? জানালেন অভিষেক
১২:৪৭
লোকসভা ভোটের জয় নেত্রী মমতার পায়ে অর্পণ করেছি: অভিষেক
২১ জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২১ জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুকের ভিডিয়ো থেকে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১৫:২২
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১৪:০৩ key status

২৪ মিনিটেই বক্তৃতা শেষ অভিষেকের

অভিষেক তাঁর বক্তৃতা শেষ করলেন ২৪ মিনিটের মাথায়। তবে বক্তৃতা শেষের আগে দলে নবীন এবং প্রবীণদের মধ্যে সামঞ্জস্য বিধান করার বার্তাও দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১৩:৫৩ key status

নবীন-প্রবীণদের সামঞ্জস্য বিধানের বার্তা অভিষেকের

অভিষেক বললেন, ‘‘যাঁরা নতুন, তাঁদের ২১ জুলাইয়ের ইতিহাস, তৃণমূলের লড়াই এবং নেত্রীর লড়াই সম্পর্কে জানতে হবে। আর যাঁরা পুরনো রয়েছেন, তাঁদেরকেও নতুনদের সঙ্গে নিয়ে তৃণমূলকে শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে। সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ-উদ্দীপনা তৃণমূলের একই বৃন্তে দু’টি কুসুম।’’

Advertisement
timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১৩:৪৬ key status

শৃঙ্খলাপরায়ণ হতে হবে, দলের কর্মীদের বার্তা অভিষেকের

 শৃঙ্খলাপরায়ণ হতে হবে— দলের কর্মীদের বার্তা অভিষেকের। বললেন, ‘‘তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। আমাদের কর্মীদের সংযত হতে হবে। কোনও রকম বাগ্‌বিতণ্ডায় জড়াবেন না। বিজেপিকে ভোট দিয়ে মানুষ জেতাননি, মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছেন। তার কারণ, আপনার পাড়া আপনার এলাকায় আপনার মুখের দিকে তাকিয়ে সেই মানুষগুলো বিশ্বাস করেছেন। বিজেপির  কর্মীদের বিশ্বাস করেননি। আমাদের সংযত থাকতে হবে।’’ 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১৩:১৬ key status

যা কথা দিয়েছি, সব পালন করব, আপনারা কথা দিচ্ছেন তো? প্রশ্ন অভিষেকের

অভিষেক বললেন, ‘‘যা কথা দিয়েছি, সব পালন করব, আপনারা কথা দিচ্ছেন তো? আগামী দিনে আমরা জিতব, কিন্তু সেই জয় যেন ২০২১ এর থেকেও বড় হয়, ২০২৪ সালের থেকেও বড় হয়। এই শপথ নিয়ে আমাদের ২১ জুলাইয়ের মঞ্চ ছাড়তে হবে। তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই।’’

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১৩:১১ key status

ভোটে ‘নিষ্ক্রিয়’ কর্মীদের বার্তা অভিষেকের, বললেন তিন মাসের মধ্যেই পদক্ষেপ

২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, যাঁরা পুরসভা বা পঞ্চায়েতের দায়িত্বে আছেন, তাঁদের শুধু নিজের কথা ভাবলে চলবে না। কর্মীদের কথা ভাবতে হবে।  ভোটের আগে আমি জেলায় জেলায় গিয়ে পর্যালোচনা বৈঠক করেছিলাম। সেই সঙ্গে বলেছিলাম, ‘‘ভোটে কে, কী রকম ভূমিকা পালন করেছে, তা পর্যালোচনা করে দেখব ভোটের পরে। বলেছিলাম, পুরসভা আর পঞ্চায়েতের ভোটের সময় আপনারা নিজেদের টিকিটের জন্য লড়বেন আর যখন  লোকসভা বা বিধানসভা ভোট আসবে তখন দল আশানুরূপ ফল করবে না, তবে দল আপনার বিরুদ্ধে পদক্ষেপ করবে।’’ পঞ্চায়েতে আপনি  নিজের ভোটে খেটে জিতবেন আর লোকসভা এবং বিধানসভা ভোটের সময় ভাববেন পার্টি দেখে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক একটা সভা করে যাবেন, তা হলেই জিতে যাবেন! সেটা চলবে না। নিজের ভোটে যেমন পরিশ্রম করেন, তা-ই করতে হবে। যাঁরা করেননি, সেই সব পর্যালোচনার কাজ শেষ। তিন মাসের মধ্যেই পদক্ষেপ করা হবে।’’

অভিষেক বললেন, ‘‘আমি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে কথা দিচ্ছি, নির্বাচনে যাঁরা পঞ্চায়েত বা পুরসভার পদে থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাঁদের এলাকা থেকে প্রত্যাশিত ফল হয়নি, একই ভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’’ 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১৩:০৩ key status

দেড় মাসের বিরতিতে কী করেছেন? জানালেন অভিষেক

এক-দেড় মাসের বিরতিতে কী করেছেন, জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, এই এক-দেড় মাস আপনারা আমাকে কোনও দলীয় কর্মসূচিতে দেখেননি। তার কারণ, আমি পর্যালোচনা করছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা তিন মাসের মধ্যে দেখতে পাবেন। দলীয় কর্মীদের অভিষেক বললেন, কে কী কাজ করেছেন, তা আমি পর্যালোচনা করেছি। ভোটে কার ভূমিকা কেমন ছিল, তার পর্যালোচনা শেষ। এ বার পদক্ষেপ করা হবে।

Advertisement
timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১২:৫৯ key status

এসএসসি টেট কেলেঙ্কারির থেকেও বড় নিট কেলেঙ্কারি: অভিষেক

অভিষেক বললেন, রাজ্যে এসএসসি এবং টেট কেলেঙ্কারির সময় অভিযুক্তদের বাড়িতে গিয়ে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি। সে ক্ষেত্রে কী হচ্ছে? সেখানে ইডি, সিবিআই কিছু করছে না কেন?

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১২:৫২ key status

ভোটের এই জয়ে আত্মতুষ্টির কোনও জায়গা নেই, দলীয় কর্মীদের বার্তা দিলেন অভিষেক

ডায়মন্ড হারবারে তাঁকে জেতানোর জন্য জনগণকে ধন্যবাদ জানালেন অভিষেক।  তবে একই সঙ্গে লোকসভা ভোটের জয় নিয়ে দলীয় কর্মীদের বার্তা দিলেন, ‘‘আত্মতুষ্টির কোনও জায়গা নেই।’’ এ-ও বললেন, যে সন্দেশখালিকে হাতিয়ার করে বিজেপি গোটা দেশের সামনে বাংলার বদনাম করেছিল,  সেই সন্দেশখালির লোকসভা কেন্দ্র বসিরহাটে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটে জিতেছে তৃণমূল। 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১২:৫১ key status

লোকসভা ভোটে জয়ের মূল কারিগর কারা? জানালেন অভিষেক

লোকসভা ভোটে জয়ের মূল কারিগর কারা? জানালেন অভিষেক। বললেন, ‘‘এই জয়ের মূল কারিগর তৃণমূল সমর্থকদের পাশাপাশি  সমস্ত দেশ জুড়ে এক, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই, অখিলেশ যাদব। কিছু ক্ষণের মধ্যেই এঁরা দু’জনেই সভামঞ্চে সশরীরে উপস্থিত হবেন।’’  

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১২:৪৭ key status

লোকসভা ভোটের জয় নেত্রী মমতার পায়ে অর্পণ করেছি: অভিষেক

অভিষেক বললেন,  লোকসভা ভোটের জয় জনতা এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অর্পণ করছি। 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১২:৪০ key status

মঞ্চে সুব্রত বক্সির পাশেই বসে রয়েছেন অভিষেক

মঞ্চে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির পাশে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার ২১ জুলাইয়ের সভার প্রস্তুতি পর্বের সময় চোখের চিকিৎসার জন্য বিদেশে ছিলেন অভিষেক। সুব্রতই ২১ জুলাইয়ের কর্মসূচির প্রস্ততির দায়িত্বে ছিলেন। 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১২:২৪ key status

মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়েক মিনিটের কথা অভিষেকের

২১ জুলাইয়ের মঞ্চে উঠে তৃণমূল শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করলেন।  জড়িয়ে ধরলেন ইউসুফ পাঠানকে, তার পরে মিনিটখানেক কথা হল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পরে মঞ্চে উপবিষ্ট অভিষেকের সঙ্গে কথা বলে গেলেন ইন্দ্রনীল সেনও। 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১২:১০ key status

সময়ের আগেই ২১ জুলাইয়ের মঞ্চে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২ টা থেকে সভা শুরু হওয়ার কথা ছিল। অভিষেক সভাস্থলে পৌঁছলেন নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগেই। শহিদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন।  বেদির সামনে রাস্তায় হাঁটু গেড়ে বসে মাটিতে মাথা ছুঁইয়ে প্রণাম জানালেন। তার পরে উঠলেন ২১ জুলাইয়ের মঞ্চে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE