এর আগে আইএনটিইউসি-র সর্বভারতীয় সভাপতি জি সঞ্জীব রেড্ডি আবেদন জানিয়েছিলেন। এ বার একই পথে হাঁটলেন সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী। কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির বিরুদ্ধে এক গুচ্ছ দাবি নিয়ে আগামী ২ সেপ্টেম্বর দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। তার মধ্যে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেই। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী সোমবার বলেন, তৃণমূলের সংগঠন যাঁরা করেন, তাঁরাও সাধারণ শ্রমিক। ধর্মঘটে যোগ দেওয়ার জন্য তাঁদের কাছে আর্জি জানানো হচ্ছে। এমনকী, এই ব্যাপারে তৃণমূলের শ্রমিক সংগঠনে আনুষ্ঠানিক ভাবে আবেদন জানাতেও আপত্তি নেই বলে জানিয়েছেন শ্যামলবাবু। তবে একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, রাজ্য সরকারের বিরোধিতা সত্ত্বেও ধর্মঘট হবেই। তার আগে ট্রেড ইউনিয়নগুলির দাবির সমর্থনে আজ, মঙ্গলবার কলকাতার বিভিন্ন থানার সামনে বিক্ষোভ-অবস্থান করবে বামেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy