Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

বকেয়া বেতনটার কী হবে? প্রশ্ন সরকারি কর্মীদের, আন্দোলনে যাচ্ছে সিপিএম-বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোরের মঞ্চে দাঁড়িয়ে বললেন, ‘‘বেতন কমিশনের রিপোর্টের প্রথম ভাগটা আজই হাতে পেয়েছি। কমিশন যা সুপারিশ করেছে, সেটাই আমরা মানব।’’

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০২
Share: Save:

গুড় ঢালার ঘোষণা হল বটে। কিন্তু চিঁড়ে কতটুকু ভিজল, তা নিয়ে সংশয় বিস্তর। নতুন বেতন কাঠামোকে স্বাগত জানিয়েও বকেয়া সংক্রান্ত ঘোষণা শুনতে না পাওয়া নিয়ে আক্ষেপ শোনা গেল খোদ তৃণমূলের কর্মচারী সংগঠনের নেতার কণ্ঠে। সুতরাং বিরোধী শিবিরে থাকা সংগঠনগুলির সুর আরও চড়া। সোমবারই গোটা রাজ্যে বিক্ষোভ, ঘোষণা করল সিপিএমের কর্মী সংগঠন। পুজোর পরে পথে নামছে গেরুয়া শিবির।

শুক্রবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংগঠনিক সমাবেশ ডেকেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রধান বক্তা। সেখানেই যে ঘোষিত হতে পারে নতুন বেতন কাঠামো, সে জল্পনা আগে থেকেই ছিল। হলও তাই। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোরের মঞ্চে দাঁড়িয়ে বললেন, ‘‘বেতন কমিশনের রিপোর্টের প্রথম ভাগটা আজই হাতে পেয়েছি। কমিশন যা সুপারিশ করেছে, সেটাই আমরা মানব।’’ নিজের দলের সরকারি কর্মী সংগঠনের সমাবেশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানালেন যে, কর্মীদের মূল বেতন এখন যে ভাবে ব্যান্ড পে ও গ্রেড পে-তে বিভক্ত, তা তুলে দিয়ে গোটা অঙ্কটাকেই অবিভক্ত মূল বেতন হিসেবে দেখানোর সুপারিশ করেছে বেতন কমিশন। মূল বেতনকে ২.৫৭ দিয়ে গুণ করলে যা হয়, সেই অঙ্ককেই পরিবর্তিত মূল বেতন হিসেবে দেওয়ার সুপারিশ করেছে।

২০২০ সালের ১ জানুয়ারি থেকেই নতুন কাঠামো অনুযায়ী কর্মীরা বেতন পাবেন বলে মুখ্যমন্ত্রী এ দিন জানান। সে ঘোষণায় ফেডারেশনের সদস্যরা উল্লাস প্রকাশ করেন ঠিকই। কিন্তু তাঁদের মধ্যে ধন্দও তৈরি হয় খানিকটা। নতুন হারে বেতন যে দিন থেকেই হাতে পাওয়া যাক, এই নতুন হারকে কার্যকর হিসেবে ধরা হবে কবে থেকে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও কথা এ দিন বলেননি। নিয়ম অনুযায়ী বেতন কমিশন যে দিন থেকে কাজ শুরু করেছিল, সেই দিন থেকেই এই নতুন বেতন কাঠামোকে কার্যকরী হিসেবে ধরতে হবে। তা যদি ধরা হয়, তা হলে নতুন বেতন কাঠামো অনুযায়ী গত প্রায় চার বছরে কর্মীদের যত টাকা বকেয়া হয়েছে, সেটাও সরকারের মিটিয়ে দেওয়ার কথা। কিন্তু সেই বকেয়া বা এরিয়ার আদৌ দেওয়া হবে কি না, সে বিষয়ে মুখ্যমন্ত্রী এ দিন একটি শব্দও খরচ করেননি। ফলে ধন্দে পড়ে যান নেতাজি ইনডোরে হাজির সরকারি কর্মীরা। বকেয়া কি একটুও মিলবে? নাকি একেবারেই মিলবে না? গুঞ্জন শুরু হয়ে যায় সভা শেষ হতেই।

তৃণমূলের কর্মী সংগঠন স্বাভাবিক কারণেই স্বাগত জানিয়েছে মুখ্যমন্ত্রীর এ দিনের ঘোষণাকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর গ্রুপের আহ্বায়ক মনোজ চক্রবর্তী বলেছেন, ‘‘এ রাজ্যের সরকারি কর্মীরা অনেক দিন ধরে বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার তথা নতুন বেতন কাঠামো ঘোষিত হওয়ার অপেক্ষায় ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণাটা করে দিলেন। বেতন বৃদ্ধির কথাটা তিনি জানিয়ে দিলেন। কর্মীরা অবশ্যই খুশি।’’ তবে বকেয়া বেতনটাও মিটিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে মুখ্যমন্ত্রী কিছু না বলায় মনোজ চক্রবর্তীও হতাশ। তাঁর কথায়, ‘‘বর্ধিত বেতন অনুযায়ী যে টাকা গত চার বছরে বকেয়া হয়, তা হয়তো কর্মীরা পাবেন না। কর্মীদের সেই হতাশার বিষয়টাও সরকারের । সঙ্গে ভাবা উচিতঅবসরপ্রাপ্ত কর্মীদের কথাও।’’

মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে এ দিন তীব্র অসন্তোষ প্রকাশ করে সিপিএমের সরকারি কর্মী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। সংগঠনের সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিংহ বলেন, ‘‘এ রকম ঘটনা আমরা অতীতে দেখিনি। সরকারি কর্মীদের বেতন কাঠামো কী হবে, বেতন কমিশন সে বিষয়ে কী সুপারিশ করল, সে ঘোষণা মুখ্যমন্ত্রী কোথায় দাঁড়িয়ে করছেন? নিজের দলের কর্মী সগঠনের সভায়! এটা চলতে পারে না। এটা গণতান্ত্রিক এবং প্রশাসনিক রীতিনীতির পরিপন্থী। গণতন্ত্রে এ রকম হয় না।’’ বকেয়া টাকা মেটানোর বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও শব্দ খরচ না করায় কর্মীদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে বলে বিজয়শঙ্করের দাবি। তাঁর কথায়, ‘‘কর্মীদের মধ্যে মারাত্মক ক্ষোভ তৈরি হয়েছে। আগামী সোমবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি কর্মীদের বিক্ষোভ হবে।’’

রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপির ছাতার তলায় থাকা রাজ্য সরকারি কর্মচারী পরিষদও। সংগঠনের রাজ্য কমিটির আহ্বায়ক দেবশিস শীল বলেন, ‘‘সরকারি কর্মীরা কি শিশু! তাঁদের হাতে এই ললিপপ ধরানোর মানে কী?’’ দেবাশিসের কথায়, ‘‘বেতন বৃদ্ধির এই ফর্মুলা তো কেন্দ্রীয় সরকার অনেক আগেই প্রয়োগ করেছে। তার সঙ্গে বকেয়াটাও মিটিয়ে দিয়েছে। রাজ্য সরকার বকেয়া মেটানোর ব্যাপারে একটা কথাও বলল না। শুধু বেতন বৃদ্ধির নিয়মটা ঘোষণা করল। এইটুকু কাজ করতে চার বছর সময় চলে গেল? দেবাশিসের হুঁশিয়ারি, ‘‘পুজো মিটলেই আমরা পথে নামছি।’’

আইএনটিইউসি-ও ক্ষোভ জানিয়েছে। সংগঠনের তরফে সুবীর সাহা বলেন, ‘‘বামফ্রন্ট সরকার একবার আমাদের ২৭ মাসের বকেয়া টাকা আটকে দিয়েছিল। টাকাটা আর দেয়নি। তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন, যে সরকার কর্মীদের ২৭ মাসের বকেয়া টাকা মেরে দেয়, গদিতে থাকার কোনও নৈতিক অধিকার সেই সরকারের নেই। আর এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আমাদের ৪ বছরের বকেয়া টাকা মেরে দিচ্ছেন!’’ বকেয়া আদায়ের দাবিতে অন্যান্য সংগঠনের সঙ্গে হাত মিলিয়েও পথে নামতে তাঁরা প্রস্তুত বলে সুবীর সাহা এ দিন জানিয়েছেন।

অন্য বিষয়গুলি:

CPM BJP Pay Scale Mamata Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy