—ফাইল চিত্র
পশ্চিমবঙ্গ, অসম এবং ওড়িশায় ফের সক্রিয় হয়ে উঠেছে বন্যপ্রাণীর চামড়া পাচারকারী চক্র। সোমবার কলকাতার বাবুঘাট থেকে এমনই একটি চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করে ‘ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো’। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি হরিণের চামড়া।
এ দিন ওড়িশা থেকে কলকাতায় পৌঁছতেই ওই চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করা হয়। ধৃতদের এক জনের নাম দেবদুলাল নন্দী, তার বাড়ি পূর্ব মেদিনীপুরে। অন্য জন অর্জুন মহারানা। সে ওড়িশার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি হরিণের চামড়া। অভিযুক্তরা আন্তরাজ্য হরিণের চামড়া পাচার চক্রের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক বাজারে হরিণ, বাঘের চামড়ার ভালই চাহিদা রয়েছে বলে ক্রাইম কন্ট্রোলের অফিসারদের দাবি।
ইতিমধ্যেই এ রাজ্যে বন দফতরের তরফে নজরদারি আরও কড়াকড়ি করা হয়েছে। পাশাপাশি এই পাচারকারী চক্রের পাণ্ডাদের ধড়পাকড়ের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশিও চালাচ্ছেন ‘ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো’-এর অফিসারেরা।
প্রকৃতি ও জীবজগৎ নিয়ে বিচিত্র সব তথ্যের খোঁজ আমাদের নতুন বিভাগে
আরও পড়ুন: কলকাতা-সহ গোটা রাজ্যে ঝোড়ো ইনিংস খেলতে তৈরি বৃষ্টি
ওই ব্যুরোর তরফে জানানো হয়েছে, কয়েক দিন আগে গোপন সূত্রে খবর আশে, ওড়িশা থেকে হরিণের চামড়া নিয়ে কলকাতায় আসছে দুই পাচারকারী। এ দিন ভোরের দিকে বাস থেকে নামতেই তাদের আটক করা হয়। একটি ব্যাগে করে তারা চারটি হরিণের চামড়া এনেছিল। এখানে কোনও ‘এজেন্ট’কে তা হস্তান্তর করার উদ্দেশেই হরিণের চামড়া আনা হয়েছিল বলে ওই অফিসারদের দাবি। এ বিষয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পডু়ন: মোবাইলে বাতিল ট্রেনের আসন ‘নিশ্চিত’-এর মেসেজ পেলেন যাত্রী!
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হরিণের চামড়াগুলি খুব বেশি দিনের নয়। খুব সম্প্রতিই হরিণগুলো মেরে তার চামড়া পাচার করা হচ্ছিল। তবে কোন রাজ্যে হরিণগুলিকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনও তথ্য মেলেনি। বন দফতর সূত্রের খবর, চোরাই মার্কেটে এক একটি হরিণের চামড়ার আনুমানিক মূল্য প্রায় ৩-৫ লক্ষ টাকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy