প্রতি দিন জনজোয়ার শব্দ তোলে কলকাতায়। কিন্তু আচমকা ধাক্কায় এখন থমকে গিয়েছে তিলোত্তমা। করোনা মোকাবিলায় টানা লকডাউন চলছে দেশে। স্তব্ধ কলকাতাও। এক সময়ে যে শহরে রোজ ঢেউ উঠত, সেখানেই এখন পা ফেলতে সতর্ক মানুষ। খাঁ খাঁ করছে রাস্তা। বিলকুল বদলে গেছে কলকাতা। শহরের এক সময় কোলাহলে ভরে ওঠা এলাকায় এখন দিব্যি শোনা যাচ্ছে পাখির ডাক। কেমন লাগছে আপনার ‘অচেনা শহর’কে। দেখে নিন ফোটো অ্যালবাম।