Advertisement
২৭ জানুয়ারি ২০২৫
Sobhita Dhulipala

পড়াশোনা ছেড়ে মডেলিং, ফ্যাশনশিল্পীর সঙ্গে প্রেম, নজর কাড়ছেন দক্ষিণী নায়কের দ্বিতীয় স্ত্রী

‘বার্ড এফ ব্লাড’ এবং ‘দ্য নাইট ম্যানেজার’ নামের দু’টি ওয়েব সিরিজ়েও অভিনয় করেন শোভিতা। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘কল্কি ২৮৯৮ এডি’ নামের তেলুগু ছবিতে বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৭
Share: Save:
০১ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

অভিনেত্রী হতে চাইতেন না কখনওই। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল তাঁর। লেখিকা হতে চাইতেন তিনি। কিন্তু ভাগ্যের জোরে মডেল হিসাবে রাতারাতি জনপ্রিয় হয়ে যান। দক্ষিণী ছবিতেও অভিনয়ের সুযোগ পান। তবে বর্তমানে শোভিতা ধুলিপালা চর্চায় রয়েছেন এক দক্ষিণী অভিনেতার দ্বিতীয় স্ত্রীর পরিচয় পেয়েছেন বলে।

০২ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

১৯৯২ সালের ৩১ মে অন্ধ্রপ্রদেশের তেনালিতে জন্ম শোভিতার। শোভিতার বাবা বাণিজ্যিক জাহাজের ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর মা পেশায় ছিলেন স্কুলশিক্ষিকা। শোভিতার যখন তিন বছর বয়স, তখন বাবা-মা এবং বোনের সঙ্গে বিশাখাপত্তনমে চলে যান তিনি।

০৩ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

বিশাখাপত্তনমেই স্কুলের পড়াশোনা শেষ করেন শোভিতা। উচ্চশিক্ষার জন্য পুণে চলে যান তিনি। বাণিজ্য নিয়ে স্নাতক হওয়ার পর ‘বিজ়নেস অ্যান্ড কর্পোরেট ল’ নিয়ে ডিপ্লোমা করেন শোভিতা।

০৪ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

ভরতনাট্যম এবং কুচিপুড়ি শেখেন শোভিতা। এক বান্ধবীর জোরাজুরিতে মডেলিং-এ নামেন তিনি। এক পুরনো সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন তিনি।

০৫ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

শোভিতা জানিয়েছিলেন, তাঁর এক বান্ধবী সুন্দরী প্রতিযোগিতা আয়োজকদের দফতরে কাজ করতেন। তিনিই শোভিতাকে অডিশন দেওয়ার জন্য জোর করতে থাকেন। বান্ধবীর কথা শুনে অডিশন দিতে গেলেও কোনও লাভ হবে না, তা নাকি আগে থেকেই বুঝতে পেরেছিলেন শোভিতা। কিন্তু ঘটল তার বিপরীত।

০৬ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

একের পর এক সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দিয়ে বিজয়ী হতে শুরু করেন শোভিতা। পড়াশোনা নিয়ে কেরিয়ার গড়বেন ভেবেছিলেন তিনি। কিন্তু পড়াশোনা ছেড়ে মডেলিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শোভিতা।

০৭ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

২০১৪ সাল থেকে মডেল হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন শোভিতা। বিভিন্ন নামী ফ্যাশন পরিকল্পকের জন্য ফ্যাশন সরণিতে হাঁটতেও দেখা যেতে থাকে তাঁকে।

০৮ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

২০১৬ সালে ‘রমণ রাঘব ২.০’ ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন শোভিতা। এই ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি, ভিকি কৌশলের মতো বলি তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তিনি।

০৯ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

‘শেফ’, ‘কালাকান্দি’ নামের হিন্দি ছবিতে সইফ আলি খানের সঙ্গেও অভিনয় করেন শোভিতা। হিন্দি ছবির পাশাপাশি তেলুগু এবং মালয়ালম ভাষার ছবিতেও অভিনয় করেন তিনি।

১০ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

চলতি বছরে ‘মাঙ্কি ম্যান’ এবং ‘লভ, সিতারা’ নামের দু’টি ছবি মুক্তি পায় শোভিতার। তা ছাড়াও তাঁর কেরিয়ারে ‘ঘোস্ট স্টোরিজ়’, ‘মেজর’, ‘পোন্নিয়িন সেলভন’ ছবির দু’টি পর্ব, ‘মুথুন’, ‘গুডাচারি’র মতো ছবি রয়েছে।

১১ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

বড় পর্দায় শুধু নয়, শোভিতাকে অভিনয় করতে দেখা গিয়েছে ওটিটির পর্দায়ও। ২০১৯ সালে ‘মেড ইন হেভেন’ নামের ওয়েব সিরিজ়ে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন শোভিতা।

১২ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

‘বার্ড এফ ব্লাড’ এবং ‘দ্য নাইট ম্যানেজার’ নামের দু’টি ওয়েব সিরিজ়েও অভিনয় করেন শোভিতা। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘কল্কি ২৮৯৮ এডি’ নামের তেলুগু ছবিতে বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

১৩ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

কানাঘুষো শোনা যায়, ২০১৯ সালে ফ্যাশনশিল্পী প্রণব মিশ্রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শোভিতা। তবে বেশি দিন নাকি তাঁদের সম্পর্ক টেকেনি।

১৪ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

চলতি বছরের অগস্ট মাসে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বাগ্‌দান পর্ব সারেন শোভিতা। এই বছরের ডিসেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা।

১৫ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

নাগার সঙ্গে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিবাহবিচ্ছেদের পর শোভিতার সঙ্গে নাম জড়িয়ে পড়ে অভিনেতার। হায়দরাবাদে নতুন বাড়ি কিনেছিলেন নাগা। সেই সময় প্রায়ই নাগার বাড়িতে যাতায়াত করতে দেখা যেত শোভিতাকে।

১৬ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেজর’ ছবির প্রচারানুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে প়ড়েছিলেন শোভিতা। অনেকের দাবি, ছবির প্রচারের সময় শোভিতার সঙ্গে একই হোটেলে ছিলেন নাগাও।

১৭ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

২০২৩ সালের মার্চ মাসে লন্ডনের এক রেস্তরাঁয় শোভিতা এবং নাগাকে একসঙ্গে দেখা যায়। সেই রেস্তরাঁর এক রন্ধনশিল্পী নাগার সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। ছবিতে দেখা যায়, শাড়ি পরে পিছনে বসে রয়েছেন শোভিতা। ছবিটি নিয়ে জল্পনা শুরু হলে পরে তা সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন ওই রন্ধনশিল্পী।

১৮ ১৮
Meet Bollywood actress Sobhita Dhulipala who made debut with Vicky Kaushal, second wife of renowned south indian actor

বিভিন্ন জায়গায় নাগা এবং শোভিতাকে একসঙ্গে দেখা গেলেও তাঁরা কেউ তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানাননি। চলতি বছরের অগস্ট মাসে নাগার বাবা নাগার্জুন অক্কিনেনি নাগা এবং শোভিতার আংটিবদলের খবর ঘোষণা করেন। ডিসেম্বর মাসের গোড়ায় চার হাত এক হয় দুই তারকার।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy