Advertisement
০৫ নভেম্বর ২০২৪

জোড়া রাজনৈতিক কর্মসূচির জেরে যানজটের সম্ভাবনা কলকাতায়

কাজের দিনে জোড়া রাজনৈতিক কর্মসূচিতে বিদ্ধ শহর কলকাতা। ২টি রাজনৈতিক দলের মিছিল ও সমাবেশ রয়েছে ধর্মতলায়।

ফাইল ছবি।

ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১৩:২১
Share: Save:

কাজের দিনে জোড়া রাজনৈতিক কর্মসূচিতে বিদ্ধ শহর কলকাতা। ২টি রাজনৈতিক দলের মিছিল ও সমাবেশ রয়েছে ধর্মতলায়। এর ফলে মধ্য ও উত্তর কলকাতায় প্রবল যানজট হতে পারে বলে আশঙ্কা করছেন কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা।

শুক্রবার কলকাতায় ২টি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুপুর আড়াইটের সময় সিইএসসি দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে সিপিএমের কলকাতা জেলা কমিটির। তাঁদের মূল দাবির মধ্যে রয়েছে, সিইএসসি-র অস্বাভাবিক বিদ্যুতের বিল প্রত্যাহার করতে হবে এবং লকডাউন পর্বে ২০০ ইউনিটের কম ব্যবহারকারীদের বিদ্যুতের বিল মকুব করতে হবে। ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে শহরের তিনটি জায়গা থেকে মিছিল করে ভিক্টোরিয়া হাউসের সামনে আসবেন সিপিএম কর্মীরা। একটি মিছিল উত্তর কলকাতার মহাজাতি সদন থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলার দিকে আসবে। অন্য ২টি মিছিল আসবে সুবোধ মল্লিক স্কোয়ার ও নেলসন ম্যান্ডেলা পার্ক থেকে। এই মিছিলগুলির ফলে উত্তর ও মধ্য কলকাতায় যান চলাচলে বিস্তর প্রভাব পড়বে বলে মনে করছে কলকাতা পুলিশের আধিকারিকরা।

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে অন্য কর্মসূচিটি রয়েছে কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে ওই একই সময়ে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন কংগ্রেস কর্মীরা। মিছিল শেষে ধর্মতলায় একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। বিকেল সাড়ে ৪টের সময় মোদী সরকারের কৃষি আইনের বিরুদ্ধে স্মারকলিপি দিতে রাজভবনে যাবেন অধীর।

আরও পড়ুন: তিন মাসের ছেলের গায়ে বস্তা জড়িয়েই রাতভর রাস্তায়

অন্য বিষয়গুলি:

Political Rally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE