প্রতীকী চিত্র
করোনা এবং ডেঙ্গি মোকাবিলায় একযোগে কাজ শুরু করেছে দক্ষিণ দমদম এবং দমদম পুরসভা। দক্ষিণ দমদম পুরসভা সূত্রে জানা গিয়েছে, এ বার বিশেষ নজর দেওয়া হচ্ছে এলাকার খালগুলির দিকে। মশা নিয়ন্ত্রণে খালে নৌকা নামিয়ে তেল ছড়ানো হবে। পুরসভা সূত্রের খবর, কারও জ্বর হলেই তাঁকে রক্ত পরীক্ষা করাতে পাঠানো হচ্ছে। তবে কেউ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, এখনও পর্যন্ত তেমন কোনও রিপোর্ট আসেনি।
যদিও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় পুর প্রশাসন। পুর প্রশাসক জানান, করোনা সংক্রমণ ঠেকাতে কাজ তো চলছেই। সেই সঙ্গে ডেঙ্গির প্রকোপ কমাতে ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এ বার ক্যান্টনমেন্ট, বাগজোলা, উদয়পুর এবং সোনাই— এই চারটি খাল এবং সেগুলির পাড়ে মশার তেল ছড়ানো হবে বলে ঠিক হয়েছে।
উল্লেখ্য, আষাঢ় মাসের প্রথম কয়েক দিনেই ভারী বৃষ্টি হয়েছে শহরে। যার জেরে জলও জমেছিল। বাসিন্দাদের বক্তব্য, কয়েক বছর আগেও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন বহু লোক। মৃত্যুর ঘটনাও ঘটেছিল। তার পরেও অনেকে সচেতন হননি। রাস্তায় ডাবের খোলা, থার্মোকলের বাক্স ফেলা থেকে শুরু করে কিছু ক্ষেত্রে বাড়িতে টবে বা চৌবাচ্চায় জল জমিয়ে রাখার প্রবণতাও দেখা যাচ্ছে।
পুর প্রশাসন অবশ্য জানিয়েছে, সচেতনতায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি নজরদারি বাড়ানোর কথাও ভাবা হচ্ছে। দক্ষিণ দমদম পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, আজ , মঙ্গলবার পুর স্বাস্থ্যকর্মী, আধিকারিক এবং চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক হবে। রাস্তার ধারে আবর্জনার মধ্যেই হোক অথবা বাড়ির চৌবাচ্চায়, কোথাও জল জমে আছে কি না, সে বিষয়ে নজর রাখার কাজ শুরু হবে। একই সঙ্গে পুর এলাকায় ২১ কিলোমিটার দীর্ঘ চারটি খালে নৌকা নামিয়ে মশার তেল স্প্রে করা হবে। তিনি জানান, এলাকায় জীবাণুনাশক ব্যবহারের পাশাপাশি ব্লিচিং পাউডারও ছড়ানো হচ্ছে। দেবাশিসবাবুর দাবি, এখনও পর্যন্ত ডেঙ্গিতে কারও আক্রান্ত হওয়ার খবর না এলেও নজরদারিতে কোনও ফাঁক রাখা হচ্ছে না।
একই ভাবে ডেঙ্গি মোকাবিলায় কাজ শুরু করেছে দমদম পুরসভাও। সেখানকার পুর প্রশাসকমণ্ডলীর সদস্য বরুণ নট্ট জানিয়েছেন, বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শুরু হয়েছে। এর সঙ্গে এলাকা পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত মশার তেল ও জীবাণুনাশক ছড়ানো হচ্ছে। মানুষকে সতর্ক করার ক্ষেত্রে সচেতনতার প্রচারেও জোর দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy