একটি স্বর্ণ বিপণি থেকে প্রায় দেড় কোটি টাকার সোনা হাতানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ধৃতদের নাম শশিভূষণ সাউ ও অঙ্কিত গুপ্ত। বৃহস্পতিবার সকালে আসানসোল স্টেশন থেকে তাদের ধরা হয়।
পুলিশ সূত্রের খবর, শেক্সপিয়র সরণি থানার প্রিটোরিয়া স্ট্রিটে একটি সোনার দোকানে কাজ করত মূল অভিযুক্ত শশিভূষণ। ফেব্রুয়ারিতে মায়ের অসুস্থতার কথা বলে কাজ ছেড়ে দেয় সে। এর পরেই দোকানের স্টক মেলাতে গিয়ে গরমিল দেখতে পান কর্তৃপক্ষ। প্রায় দেড় কেজি সোনার গয়না উধাও হয়েছে বলে নজরে আসে তাঁদের। এর পরে স্টকের দায়িত্ব থাকা শশিভূষণকে বার বার ডাকা হলেও সে এড়িয়ে যাচ্ছিল। তখন থানায় অভিযোগ দায়ের হয়।
পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের পর থেকে বার বার স্থান বদল করছিল শশিভূষণ। এমনকি, তার উত্তরপ্রদেশের বাড়িতে পুলিশের দল গেলেও সেখানে ছিল না সে। বুধবার গোপন সূত্রে তার আসানসোলে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে শশিভূষণ ও অঙ্কিতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনা সরাতে শশিভূষণকে সাহায্য করেছিল অঙ্কিত। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)