অনুজ শর্মা। —ফাইল চিত্র
চুরি ঠেকাতে এ বার ‘রিসিভার’ ধরার উপরে জোর দিতে বললেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। লালবাজারের দাবি, শুক্রবার মাসিক অপরাধ বৈঠকে গোয়েন্দা বিভাগকে ওই নির্দেশ দিয়েছেন সিপি। একই সঙ্গে থানাগুলিকেও তা কার্যকর করতে বলা হয়েছে। কোন থানা তা কতটা কার্যকর করতে পারল, আগামী মাসের অপরাধ বৈঠকে তা জানতে চাওয়া হবে বলে এ দিনের বৈঠকে জানিয়েছেন সিপি।
পুলিশ জানিয়েছে, কমিশনারের বক্তব্য, চুরির ক্ষেত্রে শুধু চোরকে ধরলে হবে না। চুরির মাল যারা কিনছে, সেই রিসিভারদেরও গ্রেফতার করতে হবে। আর তাতেই ঠেকানো যাবে
চোরেদের দৌরাত্ম্য। এক পুলিশকর্তা জানান, এ দিনের বৈঠকে সিপি মোটরবাইক চুরির বিষয়ে জানতে চান গোয়েন্দাপ্রধানের কাছে। সেপ্টেম্বর মাসে এ শহরে ২৩টি মোটরবাইক চুরি গিয়েছে। বাহিনীর কাছে তিনি জানতে চান, কত জন রিসিভারকে গ্রেফতার করা হয়েছে? এক আধিকারিক জানান, বাইক চুরির ক্ষেত্রে অধিকাংশ রিসিভারকেই ধরা হয়েছে। এ কথা শুনে কমিশনার থানা ও গোয়েন্দা বিভাগকে চোরেদের পাশাপাশি রিসিভারদেরও ধরতে নির্দেশ দেন। কয়েকটি থানা এলাকায় বাইক চুরির ঘটনা কেন বেড়েছে, তা খতিয়ে দেখতে অফিসারদের নির্দেশ দেন সিপি।
এ দিনের বৈঠকে কমিশনার থানাগুলিকে বলেছেন, গ্রেফতারি পরোয়ানা দ্রুত কার্যকর করতে হবে। উত্তর ও দক্ষিণ কলকাতার দুই আধিকারিকের কাছে তিনি জানতে চান, তাঁদের থানায় কেন গ্রেফতারি পরোয়ানা বেশি কার্যকর করা হয়নি? সব ঘটনার তদন্ত যাতে দ্রুত শেষ হয়, তা-ও দেখতে বলা হয়েছে। এর পাশাপাশি চিনা মাঞ্জার ব্যবহার যাতে শহরে নিষিদ্ধ হয়, তা নিশ্চিত করতেও থানার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy