খাস কলকাতার বেহালায় পর পর দু’রাতে দু’টি স্কুলে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। গত শনিবার রাতে চুরি হয়েছে বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে। আর রবিবার রাতে চুরি হয়েছে বেহালার জগৎপুরের রুক্মিণী বিদ্যামন্দিরে। দু’টি স্কুলেরই আলমারি ভেঙে লন্ডভন্ড করা হয়েছে ফাইলপত্র। চুরি গিয়েছে নগদ টাকা। গ্রামাঞ্চলের নির্জন এলাকায় মাঝেমধ্যে স্কুলে চুরির ঘটনা ঘটে। কিন্তু খাস কলকাতায় এই ভাবে পর পর চুরির ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেনি বলেই শিক্ষকদের দাবি। তাঁরা জানান, বহু দিন ধরেই তাঁরা স্কুলে নিরাপত্তারক্ষী নিয়োগের দাবি জানাচ্ছেন। সিসি ক্যামেরা লাগানোর জন্যও বলা হয়েছে। কিন্তু কোনও প্রস্তাবই মানা হয়নি।